।। প্রথম কলকাতা ।।
Special Ticket Checking: আর রিস্ক নেবেন না। ট্রেনে উঠে যেকোনো সময় পড়তে পারেন সম্মানহানি মুখে। ঘোষণা আগেই হয়েছিল সেই মতো কাজ শুরু। স্পেশাল চেকিং চালু করলো পূর্ব রেল। গায়ে কালো কোট, একহাতে কলম। অন্য হাতে জরিমানার ফর্ম। সতর্ক চোখ ঘুরছে প্রতিটি যাত্রীর মুখে কোন মন্ত্র বলে জানা যায় না। তবে অসাধারণ দক্ষতায় সত্তর থেকে আশি শতাংশ ক্ষেত্রেই মিলে যায় এঁদের আন্দাজ। তাই হয়ে যান সাবধান। ট্রেনে ওঠার আগেই টিকিট অবশ্যই কাটবেন। শিয়ালদা শাখার সমস্ত লাইনে স্পেশাল চেকিং চলছে। রীতিমতো দল বেঁধে ট্রেনে উঠছেন টিকিট পরীক্ষকরা। ছোটখাটো স্টেশন থেকে টিটিরা ট্রেনে উঠে টিকিট পরীক্ষা করছেন।
পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছিল যে কোনদিন যেকোনো জায়গায় টিকিট চেকিংয়ের স্পেশাল ড্রাইভ হতে পারে। আরবিনা টিকিটে ধরা পড়া যে কোনোভাবেই সম্মানজনক নয় তাও মনে করিয়ে দেন দেন তিনি। রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল যারা রোজ বিনা টিকিটে যাতায়াত করে অভ্যাস করে ফেলেছেন তাদের এবার সতর্ক হতে হবে।
রেল ভারত ও অন্যান্য যিনের থেকে অনেক কম। ৫ থেকে ১০ টাকা টিকিট কেটে দীর্ঘ পথ যাত্রা করা যায়। তাও মানুষ কেন টিকিট কাটতে চান না বুঝে উঠতে পারেছেন না কর্তৃপক্ষ। টিকিট নিয়ে করা পদক্ষেপে ইঙ্গিত ছিল পূর্ব রেলের। বিভিন্ন ছোট ছোট জায়গা ধরে এই ধরনের স্পেশাল টিকিট চেকিং ড্রাইভ চলবে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়ে দিয়েছিলেন। রেলের প্রত্যেক যাত্রীকেই তার সহযাত্রীকে টিকিট কাটার বিষয়ে উদ্বুদ্ধ করার বার্তা দিয়েছিলেন তিনি। বিনা টিকিটে রেল যাত্রা দণ্ডনীয় অপরাধ ধরা পড়লে জরিমানা হতে পারে। এই ব্যাপারটা অনেকেই ভুলে যান।
অথচ রেল যাত্রা সময় এমন ঘোষণা প্রায় সকলেই শোনেন। আর এবার প্রত্যেক যাত্রী যাতে টিকিট কাটেন তার জন্য আগেই আবেদন করা হয়েছি। তবে শুধু শিয়ালদা নয়, হাওড়া ডিভিশনের আরামবাগেও ট্রেনে চাপতে পারে টিকিট চেকিং স্কোয়াড। আবার লালগোলা কাটোয়ার মত জায়গাতেও এই ধরনের স্পেশাল ড্রাইভ হতে পারে বলে জানানো হয়েছিল। এক কথায় শুরু হয়ে গেল ছোট ছোট জায়গায় এই ধরনের অভিযান চালানো।
রেলের তরফে অবশ্যই জানানো হয়েছিল এই টিকিট চেকিং এর মাধ্যমে রেল যে প্রচুর লাভ করবে তেমনটা নয়। এই প্রধান উদ্দেশ্য গুলো যাত্রীদের বোঝানো যে তাদের সুবিধার জন্যই এই কাউন্টারগুলি চালু করেছে বা ইউটিএস সিস্টেম এনেছে। টিকিট হাতে থাকলে সবদিক থেকেই সুবিধা। আর এবার দেখা গেল শিয়ালদা শাখার সমস্ত লাইনেই স্পেশাল চেকিং চলছে। রীতিমতো দল বেঁধে ট্রেনে উঠছেন টিকিট পরীক্ষকরা। আরবিনা টিকিটে ধরা পড়া যে কোনোভাবেই সম্মানজনক নয় সেটা তো আপনারা ভালো করে বুঝতে পারছেন। রেলের সাফ বক্তব্য, এত রকম ব্যবস্থা করাই টিকিট না কাটতে পারার জন্য যাত্রীদের কোন অজুহাত শোনা হবে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম