।। প্রথম কলকাতা ।।
Fixed Deposit Withdrawal New Rule: হঠাৎ টাকার প্রয়োজন পড়েছে? ব্যাংকের ফিক্সড ডিপোজিট মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তুলে নিতে চান?কত টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট মেয়াদ পূরণ হওয়ার আগে ভাঙানো যাবে জানেন? হঠাৎ টাকার দরকার পড়লে সেই টাকায় হাত দিতে হয় অনেককেই। তবে মেয়াদ শেষ হওয়ার আগে সেই টাকা তুলতে গেলে অনেক ঝক্কি পোহাতে হয়। জরিমানা হিসেবে ব্যাংক বেশ কিছু টাকা কেটেও নেয়। তবে এবার এই নিয়মে বড় সড় বদল আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কি সেই বদল? তাতে আপনার সুবিধা হবে কতটা?
সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখা আজকাল বেশ ঝুঁকির। অনেকেই অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন।তাছাড়া সেভিংস অ্যাকাউন্টে সুদও অনেক কম মেলে। তাই বিনিয়োগের মাধ্যমে হিসেবে অধিকাংশ মানুষ ফিক্সড ডিপোজিটের ওপর ভরসা রাখেন। তাতে অত্যন্ত নিরাপত্তার সাথে আপনার টাকা গচ্ছিত থাকে ব্যাংকের কাছে। মেয়াদকালের সীমার ওপর ভিত্তি করে ব্যাংক গচ্ছিত টাকার ওপর সুদ দিয়ে থাকে। অনেকের কাছে তা এক সময় স্থায়ী সম্পদে পরিণত হয়। সরকারি ও বেসরকারি ব্যাংকে সুদের হার ক্রমাগত ওঠানামা করে।তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের নিরাপদ মাধ্যম নিঃসন্দেহে এই ফিক্সড ডিপোজিট। অনেকেই বেশ কয়েক বছরের জমানো টাকার ওপর বেশি হারে সুদ পাওয়ার আশায় স্থায়ী আমানত করে থাকেন। টাকার প্রয়োজন পড়লে আবার সেই ফিক্সড ডিপোজিট ভাঙানো বড় ঝামেলার।এই ফিক্সড ডিপোজিটের ওপর বেশ কিছু নিয়ম পরিবর্তন হয় মাঝেমধ্যেই। ভারতের শীর্ষ ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ধরনের নিয়ম পরিবর্তন করে। তা করা হয়ে থাকে গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করেই।
সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ফিক্সড ডিপোজিট ভাঙার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই রয়েছেন যারা নির্দিষ্ট সময়ের আগেই ফিক্সড ডিপোজিট ভেঙে ফেলেন। আপৎকালীন অবস্থায় অনেকের অর্থের প্রয়োজন হলে ফিক্সড ডিপোজিট ভাঙতে বাধ্য হন কেউ কেউ। নিয়ম অনুযায়ী ১৫ লক্ষ টাকার বেশি ফিক্সড ডিপোজিট সময়ের আগে ভাঙানো যেত না। রিজার্ভ ব্যাংক এবার বদল আনল সেই নিয়মেই।তাদের তরফ থেকে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, এবার থেকে আমানতকারীরা ১৫ লক্ষ টাকা নয়, এক কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট মেয়াদ পূর্তির আগে ভাঙাতে পারবেন।
সময়ের আগে ফিক্সড ডিপোজিট ভেঙে ফেললে ব্যাংক কিছু জরিমানা ধার্য করে। সুদের হারের ০.৫ শতাংশ থেকে ৩ শতাংশ পর্যন্ত হয়ে থাকে এই জরিমানার পরিমাণ। ব্যাংক বিশেষে এই নিয়ম এক এক রকম। ফিক্সড ডিপোজিট ভেঙ্গে সেই ব্যাংকের অন্য স্কিমে টাকা জমালে জরিমানা দিতে হয় না। কিছু ব্যাংকের এমন নিয়মও রয়েছে। বর্তমানে বিভিন্ন ব্যাংকের অ্যাপের সাহায্য ঘরে বসেই ফিক্সড ডিপোজিট ভাঙা যায়।তাই দরকার পড়লে এক কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট ভাঙানোর ক্ষেত্রে বাধা থাকলো না। এখন জরিমানা হিসেবে কোন ব্যাংক কত টাকা নেবে সেটা শুধু দেখে নিতে হবে। অনেক ব্যাংক ফিক্সড ডিপোজিটের ওপর ঋনও দেয়। তাই কোনটা আপনার ক্ষেত্রে সুবিধাজনক তা দেখে নিন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম