।। প্রথম কলকাতা ।।
Cyclone Remal: মে মাসে ফের ঘূর্ণিঝড়? আবহাওয়া নিয়ে বড় আপডেট। হঠাৎ যেন ঘূর্ণিঝড়ের আতঙ্ক গ্রাস করেছে বাংলায়। সেই মে মাস অর্থাৎ আমফানের মাস।আমফানের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল রাজ্যজুড়ে। এবার ফের একবার সেই আমফানের স্মৃতি মনে পড়ছে। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে সাইক্লোন রেমাল। এ বছরও মে মাসে ঘূর্ণিঝড়ের আতঙ্কে ভুগছে গোটা বাংলা।
আর এবার তো শোনা যাচ্ছে আয়লা আমফানের থেকেও বড় ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। গোটা এপ্রিল জুড়ে চূড়ান্ত গরমের পর মে মাসের শেষের দিকে আসতে চলেছে ঘূর্ণিঝড়। এমনই সংকেত দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই সেই ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক করে দিয়েছে হাওয়া অফিস। বাংলায় কতটা তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড়?
ঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে রেমাল। জানা যাচ্ছে এই ঘূর্ণিঝড় আমফানের থেকেও বিধ্বংসী হতে পারে। আবারো অশনি সংকেত দেখছেন আবহাওয়াবিদরা। ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস। বৈশাখী গরমে নাজেহাল বাংলা। কয়েকদিনের বৃষ্টি স্বস্তি দিলেও আবার গরম বাড়তে পারে। গরম কালে কখনো আয়লা কখনো আমফানের মতো ঝড়ের তাণ্ডব দেখেছে বাংলা। এবার আবারো এক ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়া যাচ্ছে। এমন ঝড় আস্তে চলেছে যা আগের ঘূর্ণিঝড়গুলির থেকে অনেক বেশি শক্তিশালী হতে পারে। এই ঝড়ের নাম রেমাল।
রেমাল বাংলার কোথায় কোথায় প্রভাব ফেলবে জানাবো আপনাদের। ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্নাবর্ত। সেটা সোজা উত্তর দিকে শক্তি বাড়াবে। ২৫ মে এই ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে যেতে পারে। এই ঘূর্ণিঝড়ের জেরে ২ মে-র রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি চলতে পারে ২৬ শে মে পর্যন্ত। জানা গিয়েছে ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।
তবে হাওয়া অফিসের তরফ থেকে এই ঘূর্ণিঝড় প্রসঙ্গে যে আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যতক্ষণ না ঘূর্নাবর্ত তৈরি হচ্ছে ততক্ষণ ঘূর্ণিঝড়ের গতিপথ বা তার শক্তি সম্পর্কে সুনিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বেই। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বেশি প্রভাব পড়বে।দক্ষিণবঙ্গে এই সময় গ্রামে গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন ভোট কর্মীরা। ফলে ভোট প্রক্রিয়াও বিপদের মুখে পড়তে পারে। কিন্তু মে মাসেই কেন বারবার আসে ঘূর্ণিঝড়? এই প্রশ্নটা তুলছেন অনেকেই।
বিশেষজ্ঞদের মতে সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি এর অন্যতম কারণ। আবার এই বছর তো শোনা যাচ্ছে স্বাভাবিক সময়ের আগেই ১৯শে মে আন্দামানে বর্ষা প্রবেশ করতে পারে। তবে দিন যত এগোবে ততই এই সাইক্লোনের গতিপথ এবং শক্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম