।। প্রথম কলকাতা ।।
Beautiful Place Barishal: এই যে দেখছেন বিলের সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা কিংবা ফ্লোটিং মার্কেট, এটাই নাকি ইতালির ভেনিস, থুরি বাংলার ভেনিস। শুনে অবাক হবেন না। এই ভেনিসের সৌন্দর্য কোন অংশে কম নয়। এটা রয়েছে বাংলাদেশে। বরিশালকে তুলনা করা হয় ভেনিসের সঙ্গে। এখানে এমন কিছু রয়েছে যা সত্যি অন্য কোথাও পাবেন না। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে বরিশালকে। যাকে নিয়ে বাংলাদেশের মানুষের গর্বেরও শেষ নেই। চলুন, আজ আপনাকে ঘুরিয়া নিয়ে আসি বাংলার এই ভেনিস থেকে। একটা একটা করে জায়গার নাম বলবো, আর তার দৃশ্য দেখাবো। কথা দিচ্ছি আপনি মুগ্ধ হবেনই। আর ভাববেন, অনেক কিছুই ছিল অজানা।
বরিশালের সাতলায় রয়েছে অপরূপ লাল বিল। বিশেষ করে সপ্তাহের ছুটির দিনগুলোতে সেই পাখি ডাকা ভোর থেকে পর্যটকদের ভিড় জমে। চোখ জুড়িয়ে দেয় বিস্তীর্ণ লাল শাপলার বিল। রাস্তায় দাঁড়িয়ে যতদূর চোখ যাবে, শুধুই দেখবেন সবুজের মাঝে রক্তিম আভা। শুধু মানুষই নয়, প্রকৃতির এই অসাধারণ পরিবেশকে আপন করে নিয়েছে পানকৌড়ি, ফিঙে, শালিক, দোয়েল, চড়ুই, সাদা বক, মাছরাঙ্গা সহ বহু পাখি। উপরি পাওনা হিসেবে কানে আসবে এদের কলকাকলি। এই এলাকাকে মানুষ বলে শাপলার রাজ্য। যে রাজ্য মাঝে মাঝে হার মানিয়ে দেয় সূর্যের আভাকেও। প্রকৃতি নিজের বুকে নিজেই এঁকেছে, এক অপরূপ নকশি কাঁথা। শুধু সৌন্দর্যই নয় এই বিল থেকে শাপলা তুলে এলাকার বহু মানুষ তাদের জীবিকা নির্বাহ করেন। দশ হাজার একর জলাভূমিতে শাপলা চাষ করা হয়। রয়েছে বরিশালের সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে।
বরিশালের এমন সৌন্দর্য দেখেই তো বারংবার প্রেমে পড়েছে কবি থেকে সাধারণ মানুষ। তাই তো বলা হয় একে বাংলার ভেনিস। অসংখ্য খাল আর নদী ঘিরে রেখেছে বাংলাদেশের এই বিভাগ। এখানেই আছে ভাসমান পেয়ারা বাজার থেকে শুরু করে সাগর কন্যা কুয়াকাটা। ঝালকাঠি, বরিশাল আর পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়ার সবথেকে বড় পেয়ারা বাগান। প্রতিবছর জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানে গেলে দেখতে পাবেন, থাইল্যান্ডের মতো রয়েছে আস্ত ভাসমান বাজার। এ যেন এলাহি ব্যাপার। যদি ইতিহাস ঐতিহ্য কিংবা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা বলি, এই দিক থেকেও কিন্তু বরিশাল পিছিয়ে নেই। বাংলাদেশের শীর্ষস্থানীয় এবং প্রাচীন ঐতিহ্যবাহী বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে লাকুটিয়া জমিদার বাড়ি, দুর্গাসাগর দিঘী, গুঠিয়া মসজিদ, বিবির পুকুর, জীবনানন্দ দাশের বাড়ি, ব্রজমোহন কলেজ, বঙ্গবন্ধু উদ্যান সহ এক ঝাঁক সুন্দর জায়গা।
আর একটা জিনিস এখানে আছে। বরিশালের ভোলার চর ফ্যাশনে আইফেল টাওয়ারের আদলে তৈরি হয়েছে বিশাল ওয়াচ টাওয়ার। নাম জ্যাকব টাওয়ার। যেখানে দাঁড়িয়ে আপনি চার পাশের প্রায় ১০০ বর্গ কিলোমিটার পর্যন্ত দেখতে পাবেন। উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য। টাওয়ারটি ১৯ তলা বিশিষ্ট, যার প্রতিটি তলায় পঞ্চাশ জন করে এবং পুরো অংশে প্রায় পাঁচশ জন দর্শক একসাথে থাকতে পারবেন। বলা হয়ে থাকে, বাংলাদেশের মধ্যে বরিশালই নাকি একমাত্র বিভাগ, যেখানে আপনি ঢাকা থেকে নৌ পথে যেতে পারবেন অর্থাৎ একবার লঞ্চে উঠলে আট থেকে দশ ঘণ্টার এই পথে অর্জন করতে পারবেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। যদিও এখন পদ্মা সেতু চালু হওয়ার পর বরিশালের বহু মানুষ সড়ক পথ বেছে নিয়েছেন।
https://www.facebook.com/100069378195160/posts/732942662361667/?mibextid=NTRm0r7WZyOdZZsz
ওই যে কথাতেই আছে না, ধান নদী খাল, এই তিনে বরিশাল। বালাম চালের জন্য এই জেলা ভীষণ বিখ্যাত। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে মেঘনা ব্রহ্মপুত্র আর গঙ্গার পলি জমে জমে তৈরি বরিশাল। সেই প্রাচীনকাল থেকেই এই অঞ্চলকে সহ্য করতে হয়েছে নদী ভাঙ্গন, ঝড়, জলচ্ছাসসহ প্রচুর প্রাকৃতিক সমস্যা। কিন্তু ক্ষয় হওয়ার পরিবর্তে, দিনের পর দিন সুন্দরী হয়েছে। প্রকৃতি একদিকে কেড়ে নিলেও ঢেলে সাজাতে কার্পণ্য করেনি। একুশে ফেব্রুয়ারি আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে বরিশালে রয়েছে গর্বিত ইতিহাস। কাজী নজরুল ইসলাম এর সৌন্দর্য দেখেই তো ওই নামকরণ করেছেন, ‘প্রাচ্যের ভেনিস’। জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত রূপসী বাংলার রূপের মাধুর্য ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে, বরিশালের পথে প্রান্তরে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম