।। প্রথম কলকাতা।।
Bank Of India Recruitment: পশ্চিমবঙ্গের যে সকল চাকরি প্রার্থীরা ব্যাঙ্কে চাকরি করার আশা রাখেন তাদের জন্য সুখবর এনেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুসারে অল ইন্ডিয়া বেসিস ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ করা হচ্ছে। তাই পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আগ্রহী চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারে। প্রতিমাসের বেতনও যথেষ্ট আকর্ষণীয়। আপনিও যদি এই পদ গুলির জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন সেরে ফেলুন। নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।
কোন পদে নিয়োগ করা হবে ?
বিজ্ঞপ্তি অনুসারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বর্তমানে নিয়োগ করা হবে ক্রেডিট অফিসার এবং আইটি অফিসার।
কতগুলি শূন্যপদ রয়েছে ?
১.ক্রেডিট অফিসার পদে ৩৫০ জনকে নিয়োগ করা হবে। ২. অন্যদিকে আইটি অফিসার পদে ১৫০ জনকে নিয়োগ করা হবে।
আবেদনকারীদের বয়সসীমা কত?
এক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ২৯ বছরের মধ্যে। তবে তাঁরা যদি এসসি, এসটি এবং ওবিসি সহ অন্যান্য সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন ?
১. ক্রেডিট অফিসার পদে চাকরির জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
২. আইটি অফিসার পদে নিযুক্ত হতে গেলে আবেদনকারীকে ইঞ্জিনিয়ারিং /টেকনোলজি ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফর্মেশন টেকনোলজি /ইলেকট্রনিক্স /ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন /ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এগুলির মধ্যে যেকোনো একটি বিষয়ে চার বছরের ডিগ্রি থাকা আবশ্যক।
প্রতি মাসে কত বেতন পাবেন কর্মীরা ?
যে দুটি পদের কথা উল্লেখ করা হয়েছে তাতে প্রত্যেক মাসে ৩৬ হাজার থেকে শুরু করে ৬৩ হাজার ৮৪০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন আবেদনকারীরা।
নিয়োগ প্রক্রিয়া কেমন এবং পরীক্ষা কেন্দ্র কোথায় ?
এই দুটি পদের জন্য কর্মী নিয়োগ করা হবে অনলাইন লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা মোট চারটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন। কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর এবং কল্যাণীর মধ্যে নিজেদের সুবিধামতো পরীক্ষা সেন্টার নির্বাচন করার সুযোগ পাবেন তাঁরা। সফল আবেদনকারীদের ভারতের যেকোনো জায়গায় ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাঙ্ক শাখায় নিযুক্ত করা হবে।
কীভাবে আবেদন করতে হবে ?
আবেদনকারীদেরকে সর্বপ্রথম যেতে হবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে (www.bankofindia.co.in)। সেখানে রেজিস্ট্রেশন করার পর আবেদন ফি জমা দিতে হবে। ছবি, সই স্ক্যান করে আপলোড করতে হবে। পূরণ করতে হবে প্রয়োজনীয় অন্যান্য তথ্য। তারপর সাবমিট করে দিতে হবে নির্দেশ অনুযায়ী। এই পদ্যগুলির জন্য আবেদন করতে খরচ হবে ৮৫০ টাকা। তবে যারা এসসি, এসটি বা পিডব্লিউডি শ্রেণিভুক্ত তাদের দিতে হবে ১৫০ টাকা। আগামী ২৫ মার্চ ২০২৩ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। তাই দেরি না করে আজই সেরে ফেলুন নির্দিষ্ট পদের জন্য আবেদন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম