।। প্রথম কলকাতা ।।
India-Bangladesh Relation: ভারতের (India) সবথেকে ভালো বন্ধু বাংলাদেশ (Bangladesh)। এমনটাই বলছে বিশেষজ্ঞ মহল। কারণ সম্প্রতি জি-২০ শীর্ষ সম্মেলনে ভারতের তরফ থেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশকে আমন্ত্রণ করার মাধ্যমে দুই দেশের মধ্যে গড়ে ওঠা গাঢ় সম্পর্ক এবং একে অপরের প্রতি সম্মান প্রতিফলিত হয়েছে।
এএনআই এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের সভ্যতা, সংস্কৃতি, সামাজিক এবং অর্থনৈতিক গভীর সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক সময় দেখা গিয়েছে, দুই দেশ তাদের সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে। ভারতে জি-২০ সম্মেলনে বৈশ্বিক অ্যাজেন্ডাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। গত দু’বছর করোনার পরিস্থিতির মধ্যেও ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় ১৪ শতাংশ। ৯.৪৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০.৭৮ বিলিয়ন ডলারে। পাশাপাশি দুই দেশ বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় করতে কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টে সই করার জন্য প্রস্তুতি নিচ্ছে।
ভারতের এই শীর্ষ সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে নাইজেরিয়া, মরিশাস, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, স্পেন এবং বাংলাদেশ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যাকে এই সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি এই শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে একটি বৈঠক হবে। দুই দেশের কাছে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ ২০২৪ সালে উভয় দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগাগোড়াই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মজবুত। বিভিন্ন সময়ে দুই দেশকে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা গিয়েছে। এই সম্পর্কের ভিত্তি গভীর ঐতিহাসিক এবং ভ্রাতৃত্বপূর্ণ। ভারতের আমন্ত্রণে শেখ হাসিনা ৪ দিনে ভারত সফরে আসতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম