।। প্রথম কলকাতা ।।
Shekh Hasina: বৃহস্পতিবার বাংলাদেশের যশোর শহরের শামস উল হুদা স্টেডিয়ামে শেখ হাসিনার জনসভার আয়োজন করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী জানান, যশোরে জনসভা করতে পেরে অত্যন্ত আনন্দিত তিনি। যশোরের সঙ্গে নাড়ির সম্পর্ক রয়েছে তাঁর। একই সঙ্গে এদিন তিনি সভা মঞ্চ থেকে জনসাধারণের উদ্দেশ্যে বলেন, তাঁরা সুযোগ দিলে পুনরায় দেশের উন্নয়ন কাজে নিয়োজিত হবেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, কথা দিন নৌকা চিহ্নতে ভোট দেবেন।
বাংলাদেশি গণমাধ্যম সময় টিভিতে প্রকাশিত খবর অনুযায়ী, এদিন শহরের শামস উল হুদা স্টেডিয়ামে দুপুর ১২.৩০ নাগাদ আওয়ামী লীগের এই জনসভা শুরু হয়। সেখানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে কেন্দ্রীয় এবং স্থানীয় আওয়ামী লীগের অন্যান্য নেতৃত্বরা। শেখ হাসিনা এদিন বলেন যশোর শহরের এই শামস উল হুদা স্টেডিয়াম সংস্কার করার জন্য ভবিষ্যতে যা যা করণীয় সবকিছুই করবে আওয়ামী লীগ।
সে দেশের প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রিজার্ভ এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেন। তিনি বলেন, ‘দেশের প্রত্যেকটি ব্যাঙ্কে যথেষ্ট টাকা রয়েছে। বিদেশ থেকে বিনিয়োগ আসছে। বিশ্বের অন্যান্য দেশ যেখানে হিমশিম খাচ্ছে, অর্থনৈতিক মন্দায় ভুগছে সেখানে বাংলাদেশ এখনও পর্যন্ত যথেষ্ট শক্তিশালী রয়েছে”। আগামী নির্বাচনে দেশ সেবার সুযোগ করে দেওয়ার জন্য জনসাধারণের ভোটের সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দাবি, যশোর সহ দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের যে ঐতিহ্যশালী ভালো ভাবমূর্তি রয়েছে তা বজায় রাখতে পারলেই জয় সুনিশ্চিত আগামী নির্বাচনে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম