।। প্রথম কলকাতা।।
Weather Update: একফোঁটা বৃষ্টির অপেক্ষায় চৈত্রের দাবদাহের মধ্যে চাতক পাখির মতো তাকিয়ে বঙ্গবাসী। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। চলতি মাসে প্রথম দিকে শেষবারের মতো ঝড়বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে। এরপর থেকে রোদের তীব্র তাপে পুড়ছে চামড়া। প্রচণ্ড দাবদাহের মধ্যেই কাটাতে হবে কয়েকটা দিন। কারণ আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পূর্বাভাস তাপমাত্রা ক্রমশ আরওই বাড়বে। গ্রীষ্মকালীন সমস্ত সতর্কতা গ্রহণ করার পরামর্শও দিয়েছে আবহাওয়া দফতর। চৈত্র মাসেই নাজেহাল করার মতো গরম। প্রতিদিনই একটু একটু করে চড়ছে পারদ। তাপ প্রবাহের সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে বহু জেলায়। পয়লা বৈশাখের পর পর্যন্ত চলবে এই তীব্র দহন।
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে খবর মিলেছে , আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আজ ৪০ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে, ২৭ ডিগ্রির আশপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা ।
১৪ এপ্রিল থেকে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলির কয়েকটি জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। জেলাগুলি হল যথাক্রমে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।
আবহাওয়া দফতর লু থেকে বাঁচতে বেশ কিছু সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে। (১)সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে মানা করা হয়েছে। (২) বেশিক্ষণ রোদে না থাকার পরামর্শ। (৩) সুতির জামাকাপড় পরতে বলা হয়েছে (৪) বেশি করে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।