।। প্রথম কলকাতা ।।
মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে মহিলা প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) নিলামপর্ব অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত রয়েছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি এবং আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমাল। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি এই নিলামে অংশ নিয়েছে। ইউপি ওয়ারিয়র্জ, দিল্লি ক্যাপিটালস, গুজরাট জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রত্যেকের কাছে সর্বোচ্চ ১২ কোটি টাকা রয়েছে৷
প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে সর্বনিম্ন ১৫ এবং সর্বোচ্চ ১৮ জন খেলোয়াড় থাকতে পারবে। ৫০ লক্ষ হল সর্বোচ্চ ভিত্তি মূল্য, যেখানে ২৪ জন ভারতীয় খেলোয়াড় এবং ১৩ জন বিদেশী খেলোয়াড় রয়েছেন। এছাড়াও ৩০ জন খেলোয়াড় নিজেদের ৪০ লাখ টাকার ভিত্তি মূল্য নির্ধারণ করেছেন। প্রথমবারের মতো, বিসিসিআই মহিলা আইপিএল নিলামের জন্য একজন মহিলা নিলামকারী মল্লিকা সাগরকে নিয়ে এসেছে। তিনি অবশ্য ক্রীড়া নিলামের জন্য অপরিচিত নন। মল্লিকা সাগর ২০২১ সালে প্রো কাবাডি লিগের নিলামকারী ছিলেন।
ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌরকে ১.৮ কোটি টাকায় দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে ভারতের সহ-অধিনায়ক এবং তারকা ওপেনার স্মৃতি মান্ধানাকে ৩.৪ কোটিতে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে লড়াইয়ের পর দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুজনেরই ভিত্তি মূল্য ছিল ৫০ লক্ষ টাকা। এছাড়াও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশ গার্ডনারকে ৩.২ কোটি টাকায় কিনে নিল গুজরাট জায়ান্টস। ১.৭ কোটি টাকায় অস্ট্রেলিয়া অলরাউন্ডার এলিসা পেরিকে দলে নিল ব্যাঙ্গালোর। ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক শাফালি ভার্মাকে ২ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এছাড়াও ভারতের তারকা জেমিমা রড্রিগজকে ২.২০ কোটি টাকায় কিনেছে দিল্লি।
প্রত্যাশিত হিসাবে, ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মাকে ২.৬ কোটি টাকায় দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্জ। আরসিবি আরও একটি বড় অর্থ খরচ করেছে। তারা ভারতের পেসার রেণুকা সিংকে ১.৫ কোটি টাকায় কিনে নিয়েছে। আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় স্মৃতি মান্ধানা ও এলিস পেরির সঙ্গে খেলবেন। ইংল্যান্ডের অলরাউন্ডার ন্যাট সাইভার-ব্রান্টকে ৩.২ কোটি টাকায় কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা এখনও পর্যন্ত মহিলা আইপিএলের নিলামে সবথেকে দামি মহিলা ক্রিকেটার।