।। প্রথম কলকাতা ।।
ICC: ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচটি জিম্বাবুয়েতে চলাকালীন আইসিসি একজন বোলারকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ হওয়া খেলোয়াড়ের নাম হল কাইল ফিলপ। যুক্তরাষ্ট্রের হয়ে খেলেন এই তরুণ পেসার। আইসিসি ২৬ বছর বয়সী এই ফাস্ট বোলারের বোলিং অ্যাকশনকে বেআইনি বলে ঘোষণা করেছে। এই কারণে আন্তর্জাতিক ক্রিকেট তাকে বোলিং করা থেকে অবিলম্বে কাইল ফিলিপকে নিষিদ্ধ করা হয়েছে। কোয়ালিফায়ার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বল করেছিলেন ফিলপ। এই ম্যাচের পরে আইসিসি ইভেন্ট প্যানেলে কাইলের সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ কর্মকর্তারা অভিযোগ করেন। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
The USA’s fast bowler has been suspended from bowling in international cricket.
Details ⬇️https://t.co/KXmJnsfq2Y
— ICC (@ICC) June 23, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম