।। প্রথম কলকাতা ।।
বুধবার প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম দুই নম্বরে এবং স্টিভ স্মিথ তৃতীয় স্থানে নেমে গেলেন। বাবার আজম ৮৭৫ রেটিং পয়েন্ট নিয়ে, মার্নাস লাবুশানের নীচে নেমে যান। শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার এই ডান হাতি ব্যাটার। তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া অর্ধশতরান করে ২৮ বছর বয়সী তার ক্যারিয়ার সেরা দ্বিতীয় অবস্থান পেয়েছিলেন। এবার দখল করলেন শীর্ষস্থান।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি স্টিভ স্মিথ। দুই ইনিংসে তিনি ৩৬ এবং ৬ রান করেন। বাবর আজমের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন স্মিথ। ৮২৬ রেটিং পয়েন্ট নিয়ে জো রুটের সঙ্গে টপ ফাইভে উঠে এসেছেন ট্রেভিস হেড। ভারতীয়দের মধ্যে সেরা দশে রয়েছেন দুই জন। ৭৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ঋসভ পন্থ রয়েছেন ষষ্ঠ স্থানে। ৭৩৯ রেটিং পয়েন্ট নিয়ে দশম থেকে নবম স্থানে উঠে এসেছেন রোহিত শর্মা। একধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন বিরাট কোহলি।
ইংল্যান্ডের খেলোয়াড় বেন স্টোকস তিন ধাপ এগিয়ে ২৩ নম্বরে এবং অলি পোপ দুই ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন। হ্যারি ব্রুক, যিনি পাকিস্তানের বিরুদ্ধে প্লেয়ার অফ দ্য সিরিজ ছিলেন। সর্বশেষ র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৪তম স্থানে উঠে এসেছেন। ভারতের ব্যাটার চেতেশ্বর পূজারা এবং শুভমান গিল, যারা প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন, তারাও র্যাঙ্কিংয়ে এগিয়ে এসেছেন। সর্বশেষ আপডেটে পূজারা ১৬তম স্থানে উঠে এসেছেন এবং গিল ৫৪ নম্বরে উঠে এসেছেন।