।। প্রথম কলকাতা ।।
Weather Update: জোড়া অক্ষরেখা আষ্ঠেপৃষ্ঠে ঘিরে রেখেছে বাংলাকে। দোসর জুটেছে বাংলাদেশের ঘূর্ণাবর্ত। সোমবার থেকেই আবহাওয়ার ভোলবদল? আগের সব রেকর্ড ভেঙে কোন কোন জেলা কাঁপাবে বৃষ্টি? রেড অ্যালার্ট নাকি ভ্যাপসা গরম? ভেসে যাবে উত্তরবঙ্গ? এই অগাস্ট কতটা টেনশনের? জুলাইকে ভুলে যান, জাত চেনাবে বর্ষা? সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি। হালকা-মাঝারি থেকে ভারী। অগাস্ট মাসে বৃষ্টির ফাঁড়া কাটছে? কী বলছে হাওয়া অফিস? রবিবারেও কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘাচ্ছন্ন। দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আবার কোথাও কোথাও বজ্রবিদ্যুত সহ বৃষ্টি।
সপ্তাহের শুরু থেকে শেষ? কমবেশি বৃষ্টি হয়েই চলছে। এর কারণ কী? জানিয়ে রাখি, মৌসুমী অক্ষরেখা উত্তরপ্রদেশের গোরক্ষপুর পাটনা হয়ে দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তবে, বড় আপডেট হলো এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে সরছে। অবস্থান পরিবর্তনের পাশাপাশি প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগের ওপরে আসার কারণে সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে, বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার দরুন বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতা বয়ে আসছে রাজ্যে। এর জেরেই চলছে বৃষ্টি। কিন্তু বৃষ্টি থামতেই ফের আর্দ্রতাজনিত অস্বস্তি শুরু হবে বাড়বে ভ্যাপসা, অস্বস্তিকর গরম। আপাতত তাপমাত্রা না বাড়লেও, দিন দুই-তিন পর থেকে ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে।
সোমবারই ঘটবে বড় বদল। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তারপরই ধীরে ধীরে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরেও ঘুরবে আবহাওয়া। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা গুলিতে। মোট কথা, লাগাতার বৃষ্টিতে উত্তর থেকে দক্ষিণ ভেসে যাচ্ছে। তাহলে জুলাইয়ের বর্ষার যে কার্পণ্য, অগাস্ট মাস সেই সাধ মিটিয়ে দেবে? অগাস্ট মাসে কি তবে বৃষ্টির ফাঁড়া কাটছে? হাওয়া অফিসের মতে, অগাস্ট মাসে মোট ৩৪০ মিমি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। যেটাকে অগাস্ট মাসের বৃষ্টির পরিসংখ্যান অনুযায়ী স্বাভাবিক হিসেবেই ধরছেন আবহাওয়াবিদরা। অগাস্ট মাস জুড়ে ৯০ থেকে ৯৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা দেখছেন তাঁরা।
উল্লেখ্য, আগস্ট মাসের শুরু থেকেই নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখা অনুকূল অবস্থানের জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়ে। স্বাভাবিক গড় বৃষ্টিপাতের তুলনায় মোট বৃষ্টির পরিমাণ ১৮ শতাংশ পর্যন্ত কম হলেও তা ঘাটতি হিসেবে ধরা হয় না। ১-১৮ আগস্ট পর্যন্ত সময়ে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ১৮ শতাংশ ঘাটতি হয়নি। শুধু মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় স্বাভাবিকের থেকে কিছুটা কম বৃষ্টি হয়েছে। বাকি সব জেলায় বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে বেশিই। বাঁকুড়া ও পুরুলিয়ায় স্বাভাবিকের থেকে ৫২ ও ৪২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম