।। প্রথম কলকাতা।।
Jammu-Kashmir: শনিবার ভূস্বর্গের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল সেনা। গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের রাজৌরি জেলায়। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, নওশেরা সেক্টরে কালাল এলাকায় পাক অধিকৃত কাশ্মীর থেকে অনুপ্রবেশের চেষ্টা করে কিছু জঙ্গি। টহলদার জওয়ানরা দেখতে পেয়ে গুলি চালায়, আর তাতেই নিকেশ হয় এক।
উল্লেখ্য, প্রতিবছরই শীতে বরফ পড়ার আগে পাক অধিকৃত কাশ্মীর থেকে নাশকতা চালানোর পরিকল্পনা করা হয়। নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতে ঢোকার চেষ্টা করে জঙ্গিরা। কিন্তু ফের আবারও তাঁদের সেই প্রয়াস সফল হয়নি। সেনা সতর্ক থাকায় পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এদিনের ঘটনায় গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আরও কেউ লুকিয়ে থাকতে পারে এই আশঙ্কা থেকেই, তল্লাশি অভিযান।
সম্প্রতি উপত্যকায় এরকমই পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের সময় খতম করা হয়েছে তিন জনকে। ঘটনাটি ঘটেছিল পুঞ্চ এলাকায়। নিয়ন্ত্রণ রেখা টোপকে ভারতে ঢোকার আগে তিন জঙ্গির মৃত্যু হয়েছে। সেই সময় ভারতীয় সেনার এক মুখপাত্র জানিয়েছিলেন, সীমান্ত এলাকায় বেশ কিছু সন্দেহভাজনদের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। পুঞ্চ সেক্টরের আশেপাশে নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতে ঢোকার চেষ্টা করছিল কয়েকজন জঙ্গি। দেখা মাত্র গুলি চালায় ভারতীয় সেনা, আর সেনা-জঙ্গির গুলির লড়াইতে নিকেশ হয় তিন জন। এবারও সেনার সর্তকতার কারণে আটকানো গিয়েছে, পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম