।। প্রথম কলকাতা ।।
Liquor Sale: নতুন বছর আসার আনন্দে গা ভাসিয়েছে গোটা দেশ। এরই মধ্যে ৩১ ডিসেম্বর মদ (liquor) বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে কলকাতা। আবগারি বিভাগের (Excise Department) সূত্র অনুযায়ী, ২০২২-এর শেষ দিনে প্রায় ১২ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যা আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। ‘ইন্ডিয়া টুডে’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নববর্ষের আগের দিন উত্তর কলকাতায় ৪ কোটি, আলিপুর এলাকায় ৩ কোটি এবং দক্ষিণ কলকাতায় ৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শহরে প্রায় ৪৬কোটি টাকার মদ বিক্রি হয়েছে। মদ বিক্রেতাদের দাবি, করোনা পরিস্থিতির উন্নতির কারণে ডিসেম্বরের শেষ সপ্তাহে বিক্রি বেড়েছে। উত্তর কলকাতার (North Kolkata) এক মদের দোকানের মালিক কৌশিক দাস জানিয়েছেন, ‘এই বছর বিক্রি আগের বছরের চেয়ে বেশি হয়েছে। হয়তো কোভিড (COVID-19) পরিস্থিতির উন্নতির কারণেই এটা হয়েছে। এছাড়াও সরকার এ বছর কোনও লকডাউন ঘোষণা করেনি, তাই লোকজন কোনও বিধিনিষেধ ছাড়াই পার্টি উপভোগ করেছে’।
শহরের কিছু দোকানের মালিক আবার জানিয়েছেন, ২০২২-এ মদের দাম কমানো বিক্রিকে বাড়িয়ে দিয়েছে। মধ্য কলকাতার একজন মদ বিক্রেতার দাবি, ‘আমি মনে করি মদের দাম কমায় উৎসব মরসুমে বিক্রি বেড়েছে। কারণ আগের বছর মদের দাম বেশি ছিল। মনে হচ্ছে, সরকারের সিদ্ধান্ত এখন বিক্রির পরিসংখ্যানে প্রতিফলিত হয়েছে’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম