।। প্রথম কলকাতা।।
Weather Update Today: কলকাতায় পারদ নামল ১৮ ডিগ্রির নিচে। পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। সকালে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। ধীরে ধীরে নামবে পারদ। আগামী দুদিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সোমবার ফের পশ্চিমি ঝঞ্ঝা নতুন করে একটি তৈরি হবে। তবে শীতের উপর এখনই তার প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে।
এতো গেল দক্ষিণবঙ্গের আবহাওয়া, অন্যদিকে আজ থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সাতটি জেলায় (জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) বৃষ্টি হবে না। তবে দার্জিলিঙে প্রতিদিন বৃষ্টি বা তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একইরকম থাকবে আগামী তিন-চার দিন। ক্রমশ বাড়বে শীতের দাপট মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ।
আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। ১ ডিগ্রি বেশি স্বাভাবিকের থেকে। গতকাল বিকেলে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। এককথায় শীতের আমেজ অনেকটাই বাড়ল। শুরুতেই লম্বা স্পেলের সম্ভাবনা শীতের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম