।। প্রথম কলকাতা।।
Madhyamik 2023 : রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে । ছাত্রজীবনের এই প্রথম বড় পরীক্ষা দেওয়ার আগে সব পরীক্ষার্থী অল্পবিস্তর ভয়ের সম্মুখীন হয়েছেন। তবে মুর্শিদাবাদের ( Murshidabad)এক পরীক্ষা কেন্দ্রে এমন ছবি ধরা পড়ল যেখানে শুধুমাত্র পরীক্ষার ভয় নয় , রয়েছে একটা দীর্ঘ লড়ায়ের গল্প। অন্যান্য পরীক্ষার্থীদের মতোই স্কুলের ড্রেস পড়ে বেরিয়ে আসছেন এক পরীক্ষার্থী। কিন্তু তাঁর বয়স বাকিদের তুলনায় খানিকটা বেশি। বর্তমানে তিনি তিরিশের ঘরে । ইনি হলেন সখিনা । যে দুই ছেলেমেয়েকে সামলে এক হিন্দু বান্ধবীর সহযোগিতায় অদম্য মনোবলের পরিচয় দিয়ে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় ( Madhyamik Exam) বসেছেন।
সখিনা ( Sakhina) মূলত মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা। কিন্তু এখন তাঁর বাসস্থান হরিহরপাড়ার চোঁয়া এলাকায়। বান্ধবী কাকলির বাড়িতে দুই ছেলে মেয়েকে নিয়ে থাকছেন সখিনা। সপ্তম শ্রেণিতে যখন পড়ছিলেন তখনই বিয়ে দিয়ে দেওয়া হয় ওই মেধাবী ছাত্রীকে। বিয়ের পরেও অল্প কিছুদিন পড়াশোনা করে অষ্টম শ্রেণি পাস করেছিলেন। কিন্তু তারপর সংসারের চাপ তাকে বইমুখী হতে দেয়নি। এরপর সময় সময়ের মতো বইতে থাকে। দুই সন্তানের জননী হয়ে ওঠেন সখিনা । তবে যে সংসারের দায়িত্ব নিতে গিয়ে নিজের পড়াশোনার সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন, সেই সংসারই একসময় তাঁর হাত ছেড়ে দেয়।
প্রায় চার বছর আগে তিনি পারিবারিক অশান্তির কারণে নিজের দুই ছেলে মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন। চোঁয়া এলাকায় কাকলি রায়চৌধুরী নামে তাঁর এক বান্ধবীর বাড়িতে আশ্রয় নেন । কিন্তু সখিনা মুসলিম সম্প্রদায়ের হওয়ায় প্রতিবেশীদের তরফ থেকে বহু প্রতিবাদ উঠে এসেছিল । এমনকি সালিশি সভাও বসে। কিন্তু তারপরেও সখিনাকে আশ্রয়হীন করতে পারেনি কাকুলি এবং তাঁর মা- বাবা । তাদের সহযোগিতাতেই সখিনা আবারও নবম শ্রেণিতে ভর্তি হন স্কুলে । তিনি বর্তমানে চোঁয়া বিবি পাল বিদ্যানিকেতনের ছাত্রী।
সখিনার মাধ্যমিকের সিট পড়েছে শাহজাদপুর হাই স্কুলে। তিনি এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। এত ঝড় ঝাপটা সহ্য করেও ৩০ বছর বয়সে দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎকে অন্ধকার দেখতে চান না সখিনা। এই কারণে বেছে নিয়েছেন পড়াশোনার পথ। ‘এই সময়’-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সখিনা মাধ্যমিক পরীক্ষা দিতে পেরে অত্যন্ত খুশি। প্রস্তুতি নিয়েই পরীক্ষা দিয়েছেন তবে তিনিও অন্যান্য পরীক্ষার্থীদের মতো নিজের রেজাল্ট জানার জন্য যথেষ্ট আগ্রহী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম