।। প্রথম কলকাতা ।।
Tripura Assembly Election: ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা (Tripura) রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এই ঘোষণা নির্বাচন কমিশনের তরফ থেকে আগেই করে দেওয়া হয়েছিল। নির্ধারিত দিনক্ষণ মেনে আজ বৃহস্পতিবার বাংলার প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ২৫৯ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা আজ। সে রাজ্যে মোট ভোটার সংখ্যা হল ২৮ লক্ষ ১৪ হাজার। আর বুথের সংখ্যা ৩,৩৩৭।
ভোটগ্রহণ প্রক্রিয়া যাতে কড়া নিরাপত্তার মধ্যে সম্পূর্ণ হয় তার জন্য ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে ত্রিপুরাতে। আজ এই ২৮ লক্ষ ত্রিপুরাবাসী নিজেদের সিদ্ধান্ত জানাবেন ভোটের মাধ্যমে। আর সেই নির্বাচনের ফল প্রকাশ হবেন আগামী ২ মার্চ। ত্রিপুরার এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কোন রকম বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় তার দিকে যথেষ্ট নজরদারি রয়েছে নির্বাচন কমিশনের। রাজনৈতিক হানাহানি বিহীন একটা শান্তিপূর্ণ ভোট করার জন্য সচেষ্ট তাঁরা।
সকাল থেকেই একাধিক ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন দেখতে পাওয়া গিয়েছে। ২০২৩ এর বিধানসভা নির্বাচন ত্রিপুরাতে ত্রিমুখী হতে চলেছে। একদিকে রয়েছে কংগ্রেস ও রাজ্যের প্রাক্তন শাসক দল সিপিআইএম জোট। অন্যদিকে বিজেপি (BJP), যারা বর্তমান শাসক দল এবং তৃতীয় প্রতিপক্ষ হল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। বিজেপি ৬০ টি আসনের মধ্যে ৫৫ টি আসনে প্রার্থী দিয়েছে। বাকি পাঁচটি আসনে প্রার্থী দিয়েছে বিজেপির জোট সঙ্গী ইন্ডিজিনিয়াস পিপলস ফ্রন্ট অফ ইন্ডিয়া। বাম-কংগ্রেস জোট ৪৭ এবং ১৩ এই সমীকরণে প্রার্থী দিয়েছে। অন্যদিকে ৪২ টি আসনে প্রার্থী দদিয়েছে তিপ্রা মোথা পার্টি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী দেওয়া হয়েছে ২৮ টি আসনে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম