।। প্রথম কলকাতা ।।
WBC 2023: রবিবার, ২৬ শে মার্চ নয়াদিল্লিতে প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন ভারতের লভলিনা বোরগোহাইন (Lovlina Borgohain)। কেডি যাদব ইনডোর স্টেডিয়ামে টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদক বিজয়ী ৭৫ কেজি বিভাগের ফাইনালে অস্ট্রেলিয়ার ক্যাটলিন পার্কারকে ৫-২ ব্যবধানে পরাজিত করেছেন। ২০১৮ এবং ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন লভলিনা। গত বছর কমনওয়েলথ গেমসের কোয়ার্টার-ফাইনালে হেরে বিদায় নিতে হয় ভারতীয় এই বক্সারকে। সেই হতাশাকে পিছনে ফেলে নতুন দিল্লিতে রাজত্ব করেন লভলিনা।
নয়াদিল্লিতে IBA মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের চতুর্থ স্বর্ণপদক এনে দিয়েছেন লভলিনা বোরগোহাইন। এর আগে রবিবার, ৫০ কেজি বিভাগের ফাইনালে আধিপত্য বিস্তার করে নিখাত জারিন তার দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক জয় করেন। শনিবার নয়াদিল্লিতে নিতু ঘাংহাস (৪৮ কেজি) এবং সুইটি বোরা (৪৮ কেজি) তাদের নিজ নিজ ওজন বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন।
The Olympic Medallist is now a World Champion 🇮🇳 🥇😍
Lovlina wins the bout 5️⃣-2️⃣ 🔥💪@AjaySingh_SG l @debojo_m#itshertime #WorldChampionships #WWCHDelhi @Media_SAI @anandmahindra @IBA_Boxing @Mahindra_Auto @LovlinaBorgohai @Anurag_Office @MahindraRise @NehaAnandBrahma pic.twitter.com/wqdRHWDfcT
— Boxing Federation (@BFI_official) March 26, 2023
লভলিনাকে তার কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে টুইট করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। তিনি টুইটারে লিখেছেন, “#WorldBoxing Championship-এ স্বর্ণপদক জিতে লভলিনা আসামকে আবার গর্বিত করেছে। অনেক অভিনন্দন @LovlinaBorgohai। আমরা সবাই খুব রোমাঞ্চিত। আপনার ভবিষ্যতের প্রচেষ্টার জন্য আমার শুভকামনা এবং আশীর্বাদ।”
Lovlina makes Assam proud again by striking Gold medal in #WorldBoxingChampionships
Many Congratulations @LovlinaBorgohai
We’re all so thrilled.
My best wishes and blessings for your future endeavours. pic.twitter.com/BCcLfHZc6M
— Himanta Biswa Sarma (@himantabiswa) March 26, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম