।। প্রথম কলকাতা ।।
Chief Heat Officer: চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হতে দেখা দিয়েছে। সেই তালিকা থেকে অবশ্যই বাদ যায়নি ভারত-বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকায় চলতি বছরে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায়। রেকর্ড বলছে গত ৫৮ বছরে এটাই ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা। এইভাবে তাপমাত্রার বৃদ্ধি পেলে সাধারণ জনজীবন স্বাভাবিক থাকবে কিভাবে ? তাপমাত্রার মোকাবিলাই বা করা হবে কোন পদ্ধতিতে ? এইদিকে নজর দিতে এবার বাংলাদেশে এশিয়ার প্রথম চিফ হিট অফিসার নিয়োগ করা হল। এই পদের নাম অন্ততপক্ষে এশিয়ার কোন দেশ আগে শোনেনি। এশিয়ার মধ্যে সর্বপ্রথম বাংলাদেশের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে বুশরা আফরিনকে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হলেন আতিকুল ইসলাম। বুশরা আফরিন আতিকুল ইসলামের মেয়ে। ঢাকার তাপমাত্রা কমাতে ডিএনসিসি এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট রকফেলার ফাউন্ডেশনের মধ্যে একটি চুক্তি হয়। সেই চুক্তির ভিত্তিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও এশিয়ার প্রথম চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে তাকে । তিনি ছাড়া বিশ্বের আরও সাত শহরে একই পদে কাজ করছেন সাত জন নারী।
ব্যক্তিগত জীবনে বুশরা
বুশরা আফরিন কানাডায় গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে লেখাপড়া করেছেন। এছাড়াও চিফ হিট অফিসার পদের মত গুরুত্বপূর্ণ একটি পদে নিযুক্ত হওয়ার আগে অভিনয় ও প্রযোজনায় ছিলেন বুশরা। সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন সহ ইন্টারনেট ভিত্তিক তথ্য বলছে বুশরা আফরিনকে অভিনয় করতে দেখা গিয়েছে নুহাশ হুমায়ুনের একটি শর্ট ফিল্ম ‘৭০০ টাকায়’। এই শর্ট ফিল্মের ১১ মিনিট ২৪ সেকেন্ডে দেখতে পাওয়া যায় বর্তমানের হিট অফিসারকে। ইউটিউবে থাকা এই শর্ট ফিল্মে তাঁর চরিত্রের অভিনয় অত্যন্ত ছোট হলেও নেটিজেনরা যথেষ্ট প্রশংসাই করেছেন। এছাড়াও নুহাশ পরিচালিত আন্তর্জাতিক ক্ষেত্রে চর্চিত সিনেমা ‘মশারি’র প্রযোজনায় ছিলেন বুশরা।
চিফ হিট অফিসার পদের কাজ কী?
যে সকল শহরগুলিতে তীব্র তাপপ্রবাহ লক্ষ্য করা যায় এবং তার ফলে বিভিন্ন সংকট পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে চিফ হিট অফিসার নিয়োগ করা হয়। নির্দিষ্ট শহরের তাপমাত্রা কমানোর জন্য কী কী কর্মসূচি গ্রহণ করা উচিত এবং সেগুলি কিভাবে বাস্তবায়ন করতে হবে এই সিদ্ধান্ত গ্রহণ করেন চিফ হিট অফিসার। তিনি নির্বাচিত কর্মসূচি গুলির জন্য বিভিন্ন সংস্থাকে নিয়োগ করেন । আর সেই সংস্থা কিভাবে তীব্র দাবদাহের জন্য সৃষ্টি হওয়ার সমস্যার সমাধান করতে পারবে সেই দায়িত্ব বন্টন করে দেন। এই পরিকল্পনাগুলোর মধ্যে বহু সংখ্যক গাছ লাগানো থেকে শুরু করে অন্যান্য কুলিং পদ্ধতি এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার বিষয়টিও থাকে। তথ্য অনুযায়ী , বাংলাদেশের তীব্র তাপপ্রবাহকে নিয়ন্ত্রণে আনার জন্য চিফ হিট অফিসারের আওতায় যে সকল কাজ গুলি হবে তার জন্য অর্থ দেবে আর্শট রক। তাদের কাছ থেকেই বুশরার বেতন সহ অন্যান্য খরচ পাওয়া যাবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ছে । আর সেটা নিয়ন্ত্রণে রাখার জন্যই চিফ হিট অফিসার নিয়োগ করা হয়।
যুক্তরাষ্ট্রের মায়ামি , লস অ্যাঞ্জেলাস, চিলির সান্তিয়াগো, সিয়েরা লিওনে, গ্রিসের এথেন্স, অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে বুশরার মতই চিফ হিট অফিসার রয়েছেন এবার সেই তালিকায় যুক্ত হল বাংলাদেশের ঢাকার শহরের নাম। আমেরিকার ওই সংস্থার সঙ্গে ঢাকার প্রশাসনের এই চুক্তির অধীনে দু বছরে ঢাকায় দু’লক্ষ গাছ বসানোর বিষয়ে উদ্যোগী হয়েছে পুরসভা। এপ্রিল মাসে ঢাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের থেকে উপরে ছিল। তারপরেই সেখানকার প্রশাসন নড়েচড়ে বসে।
এই নির্দিষ্ট পদে নিযুক্ত হওয়ার পর তাপপ্রবাহ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন চিফ হিট অফিসারও। বিডি নিউজ ২৪ কে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন, তাপপ্রবাহ একটা অদৃশ্য ঝুঁকি। এটা নিয়ে বিশ্বের অনেক দেশের মানুষ আগে থেকেই সচেতন হয়েছে। এই বিষয়ে মানুষকে আরো বেশি জানতে হবে । বাংলাদেশে এখনো সেই কাজটা করা হয়নি। তাপপ্রবাহের মধ্যে বাইরে বেরোলে কী করতে হবে? কী করা যাবে না এই সমস্ত বিষয়ে স্পষ্ট ধারণা থাকা উচিত। এছাড়াও বুশরার কথা অনুযায়ী, তাপপ্রবাহের কারণে সব থেকে বেশি ভুগতে হচ্ছে শিশু, গর্ভবতী মহিলা এবং বয়স্কদের। অন্যান্য শহরের চিফ হিট হিট অফিসাররা কুলিংপেভমেন্ট, কুল রুফ এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। ঢাকার তাপপ্রবাহ কমাতে এবং তার ফলে সৃষ্টি হওয়ার সমস্যা গুলির বৈজ্ঞানিক ও কারিগরী পদ্ধতিতে সমাধান খুঁজে বের করার জন্য কাজ করবেন বুশরা আফরিন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম