।। প্রথম কলকাতা।।
Primary TET: রবিবার রাজ্য জুড়ে কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিকের টেট পরীক্ষা । এদিন পরীক্ষা দেবেন প্রায় সাত লক্ষের কাছাকাছি পরীক্ষার্থীরা। যার কারণে রাস্তায় বিপুল পরিমাণ যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা আগেই করা হয়েছিল পুলিশ প্রশাসনের তরফ থেকে। হাতে আর ঘণ্টাখানেক সময়ও বাকি নেই। তবে পরীক্ষার আগেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় পরীক্ষা কেন্দ্রের বাইরে দেখা গেল পরীক্ষার্থীদের অসন্তোষ।
আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বোলপুরের একটি টেট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা ব্যাগ সঠিক জায়গায় রাখতে না পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের তরফ থেকে অভিযোগ করা হয়, কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের ব্যাগ রাখার জন্য কোনরকম ব্যবস্থা করেনি । যার কারণে পরীক্ষা কেন্দ্রের সামনে কিছুক্ষণ রাস্তা অবরুদ্ধ করে রাখেন তাঁরা । যদিও পরবর্তীতে কর্তৃপক্ষের তরফ থেকে পরীক্ষার্থীদের ব্যাগ রাখার ব্যবস্থা করে দেওয়া হয়। আর তারপর অবরোধ উঠিয়ে নেন চাকরি প্রার্থীরা।
এই ব্যাগ রাখার বিষয়টি নিয়ে বিক্ষোভ দেখা যায় ধূপগুড়ির একটি পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার্থীদের একাংশ পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন । তাদের তরফ থেকে অভিযোগ উঠে আসে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে ব্যাগ রাখার ব্যবস্থা না থাকায় তাদেরকে বাইরে দোকানে টাকা দিয়ে ব্যাগ রাখতে হয়েছে। অন্যদিকে কলকাতার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র এবং বসিরহাটের কয়েকটি টেট পরীক্ষা কেন্দ্রে এই ব্যাগ রেখার বিষয়টিকে নিয়েই সমস্যা সৃষ্টি হয়।
অন্যদিকে, পর্ষদের জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছিল এগারোটার মধ্যে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। কিন্তু সকাল থেকে যে পরিমাণ যানজট রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখতে পাওয়া গিয়েছে সেই বিষয়টি বিবেচনা করে পূর্ব মেদিনীপুরে টেট পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। এদিন পূর্ব মেদিনীপুর ডিপিএসসির তরফ থেকে ফেসবুকে একটি পোস্ট করা হয় এবং সেখানে জানানো হয় অনিবার্য কারণবশত যদি কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে ১১ টার মধ্যে প্রবেশ করতে না পারেন তবে সেক্ষেত্রে তাদের পরিস্থিতি বিবেচনা করতে হবে অফিসার ইনচার্জ এবং সেন্টার ইনচার্জকে । এই সিদ্ধান্ত টেটের জেলা মনিটরিং কমিটির চেয়ারম্যান এবং জেলা শাসকের নির্দেশেই নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ওই পোস্টে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম