।। প্রথম কলকাতা ।।
সবকিছু ঠিকঠাক থাকলে এবার আইপিএলের মঞ্চ মাতাতে চলেছেন বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। আগামী ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাঁর গানের সুরেই উদ্বোধন হতে চলেছে আইপিএল ২০২৩ সংস্করণ। জানা গিয়েছে ইতিমধ্যেই ভারতীয় সর্বোচ্চ ক্রিকেট (বিসিসিআই) সংস্থার সঙ্গে একপ্রস্থ কথাবার্তাও নাকি গেছে অরিজিৎ সিংয়ের।
প্রতি আইপিএল মরসুমেই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতান বলিউড তারকারা। এবার সেই তালিকায় যুক্ত হলেন বাঙালি প্লে ব্যাক সিঙ্গার অরিজিৎ সিং। কয়েকদিন আগেই কলকাতার অ্যাকোয়াটিকায় কনসার্ট করেছেন বলিউডের এই সিঙ্গার। তাঁর কনসার্টে দেখা গিয়েছিল ভক্তদের উপচে ভরা ভিড়। দর্শকমহলে অরিজিৎ সিংয়ের জনপ্রিয়তার কথা ভেবেই হয়তো আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎকে রাখতে চাইছে বিসিসিআই।
আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে ভারতের তথা বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকে কাঠি পড়বে আইপিএল ২০২৩-র। সবকিছু ঠিকঠাক থাকলে উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইতে চলেছেন অরিজিৎ সিং। আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে তিনিই প্রধান আকর্ষণ হতে চলেছেন তা আর বলার অপেক্ষা রাখেনা।
আসন্ন আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। করোনা কাল কাটিয়ে আবারও হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে ফিরছে টুর্নামেন্ট। গত বারের মতো এবারও ১০টি দল নিয়ে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। এবারের টুর্নামেন্টে লিগ পর্যায়ে মোট ৭০টি ম্যাচ আয়োজিত হবে। ৫২ দিন ধরে ১২ ভেন্যুতে চলবে লিগ পর্যায়ের ম্যাচগুলি। আগামী ২৮ মে ফাইনাল অনুষ্ঠিত হবে।