।। সৌমিক ভট্টাচার্য্য।।
Arijit Singh: তখন ঘড়ির কাঁটায় রাত প্রায় ২.৩০। নিউ জলপাইগুড়ি স্টেশনে ক্যামেরা, মোবাইল নিয়ে রেডি অনেকেই। ব্যাপারটা কী? তিস্তা তোর্সা ট্রেন ঢুকতেই কাতারে কাতারে লোক ছুটে চলেছে স্টেশনের দিকে। এক মূহূর্তের জন্য তাঁদের ‘ভগবান’ এর দেখা পাবেন বলে। হ্যাঁ এটাই অরিজিৎ সিং। ৮ থেকে ৮০ যার সুরের ছন্দতে মাতোয়ারা সকলেই। প্রসঙ্গত, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কনসার্ট করবেন অরিজিৎ সিং। আর সেই কারণেই ৩০ জন বন্ধুকে নিয়ে রাতের ট্রেনে চেপে জিয়াগঞ্জ থেকে শিলিগুড়িতে পা রাখলেন অরিজিৎ সিং। দেশের জনপ্রিয় গায়ক হয়েও কোনওরকম তারকাসুলভ আচরণ নেই তাঁর মধ্যে! ট্রেনের দরজার সামনে ধরা দিলেন একেবারে সাদামাটা পোশাকেই। যাকে দেখতে এনজিপিতে হুড়োহুড়ি ভক্তদের। জিয়াগঞ্জে নেই কোনো এয়ারপোর্ট, প্রাইভেট হেলিকপ্টারে যেতেই পারতেন তিনি, তবে তিনি যে ‘মাটির মানুষ’।
দেশের অন্যতম সফল গায়ক হওয়ার পরও তিনি অত্যন্ত সাদামাটা জীবন পালন করে থাকেন। যে কোনও জায়গাতেই সাধারণের মতোই ঘুরে বেড়াতে দেখা যায় জনপ্রিয় গায়ককে। চলতি বছরেও দোলের দিন ভাইরাল হওয়া এক ভিডিওতে অরিজিৎকে দেখা গিয়েছিল রঙ মেখে ভূত হয়ে বাইকে করে ঘুরে বেড়াচ্ছেন সাধারণ ছেলের মতোই। কখনো তাকে দেখা যায় বন্ধুদের সাথে বাইকে করে ঘুরে বেড়াতে, কখনো তুমুল নাচতে দেখা যায় বিয়ে বাড়িতে, আবার কখনো মাথায় গামছা বেঁধে হেঁটে যেতেও দেখা যায় বাজারের মধ্যে। সাফল্যের উচ্চতায় উঠে গেলেও নিজের পা দুটো কে মাটিতেই রেখেছেন জনপ্রিয় গায়ক।
উল্লেখ্য , কলকাতার নানান বিতর্কের পর এবার শিলিগুড়িতে কনসার্ট করবেন অরিজিৎ সিং৷ তবে ফাঁকা থাকছে গ্যালারি। গ্যালারি ব্যবহারের কোনও অনুমতি মেলেনি পুর্ত দফতর তরফ থেকে ৷ অসংগতি রয়েছে গ্যালারির অবস্থা নিয়ে । তাই শুধুমাত্র মাঠ ব্যবহার করেই অনুষ্ঠান পরিচালনা করতে হবে আয়োজন সংস্থাদের। এমনটাই প্রকাশিত Zee ২৪ ঘন্টার একটি প্রতিবেদনে। আজ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে অরিজিৎ এর কনসার্ট। যার জন্য মুখিয়ে রয়েছেন তাঁর অগণিত ভক্তরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম