।। প্রথম কলকাতা ।।
Kalsarp Dosh Remedies: কালসর্প যোগে জীবন তছনছ? যে কাজটিই করছেন, তাতেই আসছে বাধা? রাহু-কেতুর করাল গ্রাসে ভয়ঙ্কর অবস্থা? চিন্তা নেই, এই মন্দিরে গিয়ে পুজো দিলেই মিলবে উপায়। দেশের এটিই একমাত্র মন্দির যেখানে হয় এই দোষ কাটানোর পুজো! ফলও মেলে হাতেনাতেই। তাই তো ভক্তরা ছুটে আসেন দূর দূরান্ত থেকে।জানেন কোথায় রয়েছে এই বিশেষ মন্দির?
বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে, কালসর্প যোগ এক ভয়ানক যোগ। কোনও জাতক জাতিকার জন্মকুণ্ডলীতে কালসর্প যোগ থাকলে তার জীবনে নেমে আসে ভয়ঙ্কর দুর্যোগ। এইসব জাতক-জাতিকাদের জীবনের প্রতিটি কাজেই বাধার সম্মুখীন হতে হয়। সফলতা তো মেলেইনা, উল্টে প্রতিপদে ঠোকর খেতে খেতে জীবনের প্রতিই হতাশ হয়ে পড়েন তারা। সমস্ত শুভ প্রভাবই নষ্ট হয়ে যেতে পারে কালসর্প দোষের ফলে। আপনার জীবনেও কি রয়েছে কালসর্প দোষ? জানেন কী এই কালসর্প যোগ? যার ভয়ে সকলেই থরহরিকম্প! কোথায় গেলে মিলবে মুক্তি?
মুক্তির উপায় জানার আগে জানতে হবে কী এই কালসর্প দোষ? ঠিক কার কুনজরে জীবন দুর্বিসহ হয়ে ওঠে?
শাস্ত্র বলছে, কালসর্প দোষ বা কালসর্প যোগের পেছনে রয়েছে রাহু ও কেতুর ভূমিকা। এটি জন্মকুণ্ডলীর এমন এক অবস্থা যেখানে জ্যোতিষবিদ্যার সাতটি গ্রহ রাহু ও কেতুর ছায়ায় ঢাকা পড়ে যায়। যদি সাতটি গ্রহই রাহু কেতুর ছায়ায় চাপা পড়ে তাহলে তখন হয় পূর্ণ কালসর্প যোগ। আর যদি কোনও গ্রহ এই ছায়ার বাইরে থাকে তাহলে আংশিক কালসর্প দোষ।
এই দোষ কাটানোর জন্য নানা পুজো, যজ্ঞ, প্রতিকার করার পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষীরা। তবে জানলে অবাক হবেন যে, এই দেশে এমন এক মন্দির রয়েছে যেখানে পা রাখলেই কেটে যায় কেটে যায় এই ভয়ঙ্কর যোগ। আলাদা হোম, যজ্ঞের কোনও প্রয়োজনই নেই। মন্দিরে পা রাখলেই দূর হয় কালসর্প যোগ। আপনার জন্মকুণ্ডলীতেও যদি রাহু-কেতুর প্রভাব রয়েছে তাহলে একবার ঘুরে আসুন এই মন্দির থেকে।
এই মন্দিরটি রয়েছে চেন্নাইয়ের থিরুপ্পামপুরমে। মহাদেবের স্বয়ম্ভু মূর্তির পুজো হয় এখানে। কাম্বোকোনাম থেকে ২৮ কিলোমিটার দূরে এক জঙ্গলের রয়েছে এই মন্দিরটি। ভক্তদের বিশ্বাস, একদা এই মন্দিরে রাহু ও কেতু একত্রে মহাদেবের পুজো করেছিলেন। তাই এই মন্দিরে পুজো দিলেই রাহু কেতুর প্রকোপ থেকে রেহাই মেলে। যদিও বিভিন্ন পুরাণ এবং মহাকাব্যে এর ভিন্ন ব্যাখাও রয়েছে। তবে ব্যাখ্যা যাই হোক না কেন, ভক্তরা এটা মনেপ্রাণে বিশ্বাস করেন যে, এই মন্দিরে নিষ্ঠা সহকারে সব নিয়ম মেনে শিবপুজো করলে কালসর্প দোষের হাত থেকে মুক্তি পাওয়া যায়
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম