।। প্রথম কলকাতা ।।
Multani Mitti: সৌন্দর্য বাড়াতে মুলতানি মাটির জুড়ি মেলা ভার। নামিদামি প্রোডাক্টের বদলে ঘরোয়া প্যাক তৈরিতে মুলতানি মাটির ওপর চোখ বুজে আস্থা রাখেন অনেকেই। কিন্তু জানেন কি মুলতানি মাটিও বাড়াতে পারে ত্বকের সমস্যা! এই মাটির জন্যই আপনার ত্বক নিষ্প্রাণ হয়ে উঠতে পারে তা কি আপনার জানা আছে? এই মাটির বেশি ব্যবহার ত্বকের পক্ষে কতটা ক্ষতিকর জানেন?
মুলতানি মাটির পেস্ট হল সৌন্দর্য বৃদ্ধির বহুল ব্যবহৃত সাধারণ ঘরোয়া উপায়। জেল্লা বাড়াতে এই মাটির জুড়ি নেই। খনিজ সমৃদ্ধ এই মাটি ত্বকের জন্য খুবই উপকারী এবং নিরাপদ। মুখের নিস্তেজতা, ব্রণ দূর করতে এই মাটি দুর্দান্ত কার্যকরী। মুলতানি মাটি মুখে লাগালে মুখ মসৃণ ও কোমল হয়। ত্বকের নানান সমস্যা থেকে মুক্তি পেতে মুলতানি মাটি খুবই কার্যকর। কিন্তু জানেনই তো, যে কোনো কিছুর মাত্রাতিরিক্ত ব্যবহার ক্ষতিকর প্রভাব ফেলে। মুলতানি ক্ষেত্রেও তেমনটা ঘটে।
এই মাটির অতিরিক্ত ব্যবহারের কারণে ত্বকের বেশ কিছুটা ক্ষতির মুখোমুখি হতে পারেন আপনি। মুলতানি মাটি কার্যকরী ও নিরাপদ হলেও অনেক সময় তা ত্বকের উপকার না করে ক্ষতি করে। মুলতানি মাটির ভুল প্রয়োগের কারণে ত্বক সংক্রান্ত অনেক সমস্যা শুরু হয়। যাদের ত্বক আঠালো এবং তৈলাক্ত তারা ত্বক সুস্থ রাখতে মুলতানি মাটির পেস্ট লাগান। তবে মুলতানি মাটি প্রয়োগের আগে আবহাওয়া ও তাপমাত্রার দিকে খেয়াল রাখা উচিৎ। খুব ঠাণ্ডা জায়গায় শুধুমাত্র জলে ভিজিয়ে মুলতানি মাটি লাগালে ত্বকের শুষ্কতা বাড়ে এবং শীতকালে ত্বক খুব শুষ্ক হয়ে যায়।
যাদের ত্বক শুষ্ক তাদের মনে রাখতে হবে মুলতানি মাটির পেস্ট লাগানোর সময় প্রাকৃতিক ময়েশ্চারাইজার যেমন অ্যালোভেরা, বাদাম তেল বা মধু মিশিয়ে নিতে হবে। কারণ শুধুমাত্র মুলতানি মাটি লাগালে ত্বক খুব শুষ্ক হয়ে যায়। এর ফলে ত্বক সময়ের আগেই বুড়ো দেখাতে শুরু করে। তাই যাদের ত্বক সংবেদনশীল তাদের মুলতানি মাটি ব্যবহার করা এড়িয়ে চলা উচিৎ। কারণ এটি প্রয়োগ করলে মুখে পিম্পল হতে পারে। সেজন্য সংবেদনশীল ত্বকের লোকেদের মুলতানি মাটির ব্যবহার এড়িয়ে চলা উচিৎ।
কোন ধরণের ত্বকে মুলতানি মাটির ব্যবহার এড়িয়ে চলা উচিত জেনে নিন
যাদের ত্বক খুব সংবেদনশীল, তাদের মুলতানি মাটি খুব কম ব্যবহার করা উচিৎ। এর অত্যধিক ব্যবহারে মুখে নিস্তেজতা এবং ফুসকুড়ি হতে পারে। শুষ্ক ত্বকের লোকেদের মুলতানি মাটি ব্যবহার করা উচিৎ নয়। এর কারণে ত্বক আরও শুষ্ক হয়ে যায় এবং ত্বক প্রাণহীন দেখাতে শুরু করে। যদি প্রায়ই সর্দি বা কাশির উপসর্গ থাকে, তবে মুলতানি মাটি থেকে দূরত্ব বজায় রাখা উচিৎ। মুলতানি মাটিতে শীতল প্রভাব রয়েছে, সেই কারণে সর্দি-কাশির সমস্যা বাড়তে পারে। মুলতানি মাটির নিয়মিত ব্যবহারে মুখে বলিরেখা হতে পারে। তাহলেই দেখুন, চোখ বুজে মুলতানি মাটির ওপর ভরসা করা যাবে না। আপনার ত্বক কেমন তা বুঝে প্রয়োজন মতো এই মাটি ব্যবহার করুন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম