।। প্রথম কলকাতা।।
Sachin Pilot: রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো’ যাত্রা এবার রবিবার রাজস্থানে। শনিবার এই যাত্রায় অংশ নেন ‘কম্পিউটার বাবা‘। মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকারের মন্ত্রী ছিলেন তিনি। এদিকে কংগ্রেস নেতা শচীন পাইলট রাজস্থানের সকলকে রাহুল গান্ধীর সঙ্গে তাঁর ‘ভারত জোড়ো’ যাত্রায় যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন। প্রসঙ্গে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পাইলট।
ভিডিও ট্যুইট করে ক্যাপশনে পাইলট লেখেন, ‘পুরো রাজস্থান রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রায় যোগ দেবে। আপনি আসছেন তো?’ এরই মাঝে রাজ্যে পোস্টার যুদ্ধ জারি রয়েছে অশোক গেহলটের সমর্থক এবং শচীন পাইলটের সমর্থকদের মধ্যে। উল্লেখ্য, রাজস্থানের ঝালাওয়ার শহরে শচীন পাইলটের সঙ্গে রাহুল গান্ধীর পোস্টার লাগানো হয়েছিল। তবে সেখানে দেখা যায়নি গেহলটকে। এরপর অশোক গেহলটের সঙ্গে রাহুল গান্ধীর পোস্টার পড়তে শুরু করে শহরে। আর তাতে দলের অন্দরের কোন্দল প্রকাশ্যে এসেছে।
पूरा राजस्थान राहुल जी की #BharatJodoYatra से जुड़ रहा है, क्या आप आ रहे हैं ? pic.twitter.com/4AG9PYIbqA
— Sachin Pilot (@SachinPilot) December 3, 2022
গুর্জার সম্প্রদায়ের এক নেতা হুঁশিয়ারি দিয়েছিলেন যে, পাইলটকে মুখ্যমন্ত্রী না করা হলে কংগ্রেসের মর্যাদাপূর্ণ পদযাত্রায় ব্যাঘাত ঘটবে। অন্যদিকে এনডিটিভি’কে দেওয়া একটি সাক্ষাৎকারে গেহলট তাঁর প্রাক্তন ডেপুটিকে “বিশ্বাসঘাতক” বলে চিহ্নিত করেন। যার ফলে বিবাদ আরও খারাপের দিকে এগোয়। কিন্তু এই সমস্ত তীক্ষ্ণ আক্রমণকে একপাশে সরিয়ে রেখে সমস্ত অভিযোগ ‘মিথ্যা, ভিত্তিহীন এবং অপ্রয়োজনীয়’ বলে অভিহিত করেছেন পাইলট। আজ মধ্যপ্রদেশ থেকে রাজস্থানে প্রবেশ করতে চলেছে ‘ভারত জোড়ো’ যাত্রা। দেখার শচীন পাইলটের ডাকে সাড়া দেয় কিনা রাজস্থানবাসী! ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যাত্রাটি এখনও পর্যন্ত ৩৬টি জেলা, ৭টি রাজ্য কভার করেছে। আজ ৮৬তম দিনে রাজস্থান পৌঁছাবে ‘ভারত জোড়ো’ যাত্রা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম