।। প্রথম কলকাতা ।।
Weather Report Today: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ ভোরের দিকেও কয়েকটি জেলায় ঝিরঝিরে বৃষ্টি চোখে পড়েছে। তবে বেলা বাড়লে নতুন করে বৃষ্টির সম্ভাবনা আর নেই। বরং দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ থেকেই আমূল বদলে যাবে। আজ বিকেলের পর গোটা দক্ষিণবঙ্গেই উত্তুরে হাওয়ার প্রভাব বাড়বে। শনিবার থেকে তাপমাত্রা নামতে পারে। আবহাওয়া দফতরের ইঙ্গিত, আগামী সপ্তাহে তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে। মঙ্গলবারের মধ্যে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি নামবে। অন্যদিকে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবার ডিসেম্বর, জানুয়ারি মাসে গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা।
১১ ডিসেম্বরের পর অর্থাৎ নতুন সপ্তাহের শুরুতেই কলকাতার রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রিতে নেমে আসবে। জেলায় বিশেষত পশ্চিমাঞ্চলের জেলায় রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে নামতে পারে৷ শুক্রবার বিকেল থেকেই উত্তর-পশ্চিমের বাতাস ঢুকবে। মেঘ কেটে গেলেই শীতের শুরু বাংলায়। আবহাওয়া অফিস অন্তত তেমনটাই মনে করছে। অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী তিন চার দিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা এর প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। পার্বত্য এলাকায় রয়েছে কুয়াশার সম্ভাবনা।
হাওয়া অফিস সূত্রে খবর, সাধারণভাবে কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৬৮ শতংশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম