।। প্রথম কলকাতা ।।
এবার মুখোমুখি অ্যাপেল (Apple) এবং এলন মাস্ক (Elon Musk)। ট্যুইটার (Twitter) নিয়ে ফের মহাযুদ্ধ বেঁধে গিয়েছে আমেরিকায়। হাজার জল্পনা ও টানাপোড়েনের পর ট্যুইটার কিনেছেন এলন মাস্ক। মালিক হতেই নিয়েছেন কর্মীছাঁটাইয়ের সিদ্ধান্ত। যার জেরে অনেক সমালোচিত হয়েছেন তিনি। তবে এবার ঘটনার প্রবাহ কিছুটা অন্যরকম। তিনি নয়, বরং তাঁকে হুমকি দেওয়া হয়েছে। আর এই হুমকি দিয়েছে আর কেউ নয়, বিশ্বের সবচেয়ে টেক কোম্পানি অ্যাপেল।
এলন মাস্ক তাঁর সাম্প্রতিক ট্যুইটে জানিয়েছেন, অ্যাপেল আমাদের iOS অ্যাপ স্টোর থেকে ট্যুইটার বন্ধ করার হুমকি দিয়েছে। এমনকি এর কারণও জানায়নি তারা। এলন মাস্কের আরও অভিযোগ অ্যাপল ট্যুইটারে বাকস্বাধীনতা পছন্দ করে না তাই প্ল্যাটফর্মে বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে।
অ্যাপেলের বিরুদ্ধে বড় অভিযোগ এলন মাস্কের
এলন মাস্ক আরও বলেন, অ্যাপ স্টোর থেকে ৩০ শতাংশ কমিশন নিচ্ছে অ্যাপেল যার তীব্র বিরোধিতা করেন মাস্ক। এমনকি এই ৩০ শতাংশ কমিশনকে ইন্টারনেটের ‘হিডেন ট্যাক্স’ (Hidden Tax) বলেও অভিহিত করেছেন তিনি। এর আগে অনেক ডেভলপার অ্যাপেলের অ্যাপ স্টোরের ফি কমানোর দাবি জানিয়েছিল। কিন্তু এই প্রসঙ্গে কর্ণপাত করেনি অ্যাপেল। নতুন করে এই ইস্যুতে ঘি ঢাললেন এলন মাস্ক।
আরও পড়ুন : Google, Apple-র উপর রেগে লাল এলন মাস্ক! স্মার্টফোন বানাতেও তৈরি, দিলেন বড় বার্তা
ট্যুইটারের শীর্ষ বিজ্ঞাপনদাতা অ্যাপেল
অনেকে ভাবছেন অ্যাপেলের উপর এত কেন চটে বসলেন এলন মাস্ক। এর কারণ ট্যুইটারের সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা (Advertisers) হল অ্যাপেল। এমনকি ট্যুইটারের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য আলাদা কর্মচারী নিযুক্ত করে রেখেছে অ্যাপেল। সংবাদ মাধ্যম ব্লুম্বার্গের রিপোর্ট অনুযায়ী, ট্যুইটারে বিজ্ঞাপন ব্যবসার জন্য বার্ষিক ১০০ মিলিয়ন ডলার খরচ করে অ্যাপেল। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাপেলের বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্তের ফলে বড় প্রভাব পড়তে পারে ট্যুইটারের ব্যবসায়।
যদিও এই বিষয়ে অ্যাপেল তরফ থেকে কিংবা কোম্পানির সিইও টিম কুকের (Tim Cook) পক্ষ থেকে কোনও মন্তব্য আসেনি।