।। প্রথম কলকাতা ।।
App Bike New Rule: রাজ্যে বেশ কয়েক বছর আগে থেকেই অ্যাপ ক্যাব সংস্থাগুলি নিজেদের পরিষেবা দিতে শুরু করেছিল। তবে সব জেলায় নয়, নির্দিষ্ট কিছু জেলায় বিশেষত কলকাতায় এই পরিষেবা মেলে। পরবর্তীতে শহরে চার চাকা ক্যাবের (Cab) পাশাপাশি শুরু হয় বাইক ট্যাক্সি (Bike Taxi) পরিষেবা। এর মাধ্যমে একদিকে যেমন যাত্রীদের সুবিধা হয় অন্যদিকে বহু বেকার যুবক শহর এবং শহরতলি জুড়ে এই বাইক ট্যাক্সির মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করছিলেন। কিন্তু এবার বাইক ট্যাক্সি নিয়ে কড়া সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দফতর। বেআইনি বাইক ট্যাক্সি বন্ধ করে দেওয়া হবে, এমনটাই সতর্কতা পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর (Snehashis Chakrabory)।
সম্প্রতি অ্যাপ ক্যাব (App Cab) সংস্থার কর্তা ও চালক সংগঠনের সঙ্গে একটি বৈঠকে বসেন পরিবহন মন্ত্রী। সেই বৈঠকে মন্ত্রী জানান, অ্যাপ বাইকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনেক চালকরা নিজেদের ব্যক্তিগত নম্বর প্লেট ব্যবহার করছেন। যা একেবারেই বেআইনি। বাণিজ্যিক কাজে ব্যবহৃত গাড়িতে ব্যক্তিগত নম্বর প্লেট থাকলে আগামীতে আর সেই বাইক ট্যাক্সি বা অ্যাপ বাইক (App Bike) গুলিকে রাস্তায় চলাচল করতে দেওয়া হবে না। তার জন্য প্রয়োজন হবে নির্দিষ্ট রেজিস্ট্রেশনের। রেজিস্ট্রেশন করার পরেই হলুদ নম্বর প্লেট দেওয়া হবে অ্যাপ বাইক গুলিকে।
পাশাপাশি জানানো হয়েছে, একদিকে যেমন বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে বাণিজ্যিক নম্বর প্লেট তেমনই চালক সংস্থার জন্য কিছু সুবিধাও থাকছে। রেজিস্ট্রেশন (Business Registration) করানোর জন্য বাড়তি ঝুঁকি পোহাতে হবে না তাদেরকে। জেলায় জেলায় বিশেষ শিবিরের আয়োজন করা হবে। আর সেই শিবিরের মাধ্যমে এক হাজার টাকার বিনিময়ে বাইকের বাণিজ্যিক রেজিস্ট্রেশন করানো সম্ভব হবে। সহজ কথায়, আর অ্যাপ বাইক বা বাইক ট্যাক্সি পরিষেবায় ব্যক্তিগত নম্বর প্লেটের মোটরসাইকেল, স্কুটার ব্যবহার করা যাবে না । করতে হবে রেজিস্ট্রেশন এবং তারপর সেখান থেকে পাওয়া হলুদ নম্বর প্লেটেই চলবে অ্যাপ বাইক পরিষেবা।
চার চাকা ক্যাব পরিষেবার থেকে অ্যাপ বাইক অধিকাংশ যাত্রীদের কাছেই অত্যন্ত সুবিধার বলে মনে হয়। খুব দ্রুত শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া যায় এর মাধ্যমে। খরচটাও চার চাকা ক্যাবের থেকে অনেকটাই কম হয়। কিন্তু নিরাপত্তা নিয়ে যাত্রীদের তরফ থেকেই বহু অভিযোগ উঠে এসেছে এই অ্যাপ বাইকের বিরুদ্ধে। শহরের রাস্তায় বেআইনি অ্যাপ বাইকের দৌরাত্ম্য কমাতেই এমন ঘোষণা রাজ্য পরিবহন দফতরের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম