।। প্রথম কলকাতা ।।
Aparajita Adhya: সাদা ড্রেসে বৃষ্টিতে ভিজছেন অপরাজিতা আঢ্য। বয়স বোঝাই মুশকিল। দেখে মনে হবে যেনসুইট সিক্সটিন। জল থই থই ভালোবাসা শেষ। কীভাবে সময় কাটাচ্ছেন ?বৃষ্টির জলে ভিজে একাকার কাণ্ড। তবুও মুখের হাসিটা অটুট। ওটাই তো অপরাজিতার ইউএসপি বলেন ভক্তরাও। তার এই মন ভালো রাখার রহস্যটা কী? শুনুন কী বলছেন অপরাজিতা?
হাসি তাঁর অস্তিত্ব বলা যেতেই পারে। সারাক্ষণ ফুরফুরে মেজাজে থাকেন। অভিনেত্রী অপরাজিতা আঢ্য প্রসঙ্গে একথাই সবচেয়ে আগে মনে আসে। কী তাঁর মূলমন্ত্র?অপরাজিতার কথায় জীবনে সবকিছু ওভারকাম করা যায় হাসি দিয়ে।
প্রাণ খুলে বাঁচায় বিশ্বাসী অপরাজিতা। খোলা মনের মানুষ অপরাজিতা। সকলকে খুব সহজে আপন করে নিতে পারেন। তাঁর প্রাণ খোলা হাসি যেন বারবার দর্শকদের মন জয় করে। মনের মতো সংসার পেয়েছেন বলে চুটিয়ে কাজ করতে পারছেন অভিনেত্রী। নাচ তাঁর অন্যতম ভালোবাসার জায়গা। তাই মাঝে মাঝেই রিল বানান। ছাত্রীদের উত্সাহ দেন। আসলে সংসারে মতবিরোধ নয়বচসা নয়, বরং মানিয়ে নেওয়াতেই লুকিয়ে রয়েছে সমাধান। বিশ্বাস করেন তিনি। জল থই থই ভালোবাসা শেষ হয়েছে। কিন্তু হাতে অনেক কাজ। তারই মাঝে একটু বৃষ্টিতে ভিজে নেওয়া। সে যেন এক অন্য অনুভূতি।
জল থই থই ভালবাসার আগে লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।২০২৩-এ আমি আবার ছোট পর্দার কাজ শুরু করেন। যদিও এখন একটু গ্যাপ দিতে চান অভিনেত্রী। দ্বিতীয় ছবির কাজে হাত দিলেন অভিনেত্রী পরিচালক মানসী সিংহ। এখন তিনি পরিচালকও.. তাঁর প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’-চলতি বছরে সেরা ব্যবসা করা বাংলা ছবিগুলির মধ্যে অন্যতম। সেই সাফল্যে ভর করেই দ্বিতীয় ছবির কাজ শুরু করে দিলেন মানসী। ছবির নাম, ‘৫ নম্বর স্বপ্নময় লেন’।গত ছবির মতোই, এই ছবিতে মানসীর অন্যতম সৈনিক অপরাজিতা আঢ্য।হাতে রয়েছে আরও দুটি ছবি ও একটি ওয়েব সিরিজ়ের কাজ। কাজ নিয়ে এখন তুমুল ব্যস্ত অপরাজিতা। তা বোঝাই যাচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম