।। প্রথম কলকাতা ।।
Sukanta-Anupam: বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব, জেলায় জেলায় কোন্দল চলছেই। সেই কোন্দল আরও একবার প্রকাশ্যে এল। কয়েক মাস ধরে সেই কোন্দলে নতুন মাত্রা জুড়েছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। রাজ্য নেতাদের বিরুদ্ধে প্রকাশ্য়ে বিষোদ্গার করার ‘ফল’ ইতিমধ্যেই হাতেনাতে পেয়েছেন অনুপম। প্রশ্ন তুলেছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিরাপত্তা নিয়েও। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গত ৫ ডিসেম্বর থেকে অনুপমের নিরাপত্তা তুলে নিয়েছে। অনুপম হাজরার উপর পদক্ষেপকে দলে শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা বলে মনে করা হচ্ছে। দলে যে বিশৃঙ্খলা একেবারেই বরদাস্ত করা হবে না তার বার্তা দিতে অনুপমের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের পথে হেঁটেছেন অমিত শাহ।
অনুপমের প্রতি শাহ এর এই পদক্ষেপের পরই ফেসবুক পোস্ট করেন অনুপম হাজরা। তিনি লেখেন, ‘‘সিকিউরিটি তুলে নিতে অনুরোধ করেছিলাম, কীসের জন্য অনুরোধ করেছিলাম তা সময়ই বলবে। অনেক খেলা বাকি। এক এক ব্যটসম্যানের খেলার ধরন একেক রকম। সব ব্যটসম্যানকে এক ধাঁচে ফেলা মুশকিল ” এই লেখার মধ্যেই কি লুকিয়ে আছে রহস্য? কোন খেলা বাকির কথা বোঝাতে চেয়েছেন অনুপম ? তা তিনি অবশ্য খোলসা করেননি।
সংবাদ প্রতিদিনের প্রকাশিত খবর অনুযায়ী, এই মন্তব্য়ের পালটা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি জানিয়েছেন, “উনি (অনুপম) ফেসবুকে কী লিখেছেন জানি না। খেলাধুলো করা শরীরের পক্ষে ভাল। “পাশাপাশি অনুপম হাজরার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য “কারা কারা নিরাপত্তা পাবেন, এই বিষয়টি আইবি ডিপার্টমেন্ট দেখে। তারাই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সুপারিশ করে।” এই মন্তব্য এবং পাল্টা মন্তব্য দেখে বোঝাই যাচ্ছে সুকান্ত মজুমদার ও অনুপম হাজরার মধ্য়ে বাগযুদ্ধ চরমে।
উল্লেখ্য,গত বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়ার পর থেকেই ক্ষেপে রয়েছেন অনুপম হাজরা। সম্প্রতি অনুপমের এই ব্যবহারের জন্য আসন্ন লোকসভা নির্বাচনে টিকিট পাওয়া তার কাছে দুস্কর হয়ে উঠেছে। ফের কি আবার তৃণমূলেই প্রত্যাবর্তন হতে চলেছে অনুপম হাজরার ? প্রশ্ন উঠতে শুরু করলেও উত্তর এখনো অধরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম