।। প্রথম কলকাতা ।।
Weather update: গত সপ্তাহে পরপর পারদ পতন হলেও শীতের আমেজ একটু হল কম ছিল গোটা রাজ্যে। উত্তরে হাওয়ায় পড়েছিল ভাটা। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর বাধাহীন উত্তরে হওয়ার দাপট ফের বাড়বে। পারদ ফের নামার সম্ভাবনা রয়েছে। হালকা উত্তরে হাওয়ায় শীতের আমেজ জেলায় জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে রাজ্যে পারদ পতন চলবে।
গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ ছিল উর্ধ্বমুখী। এরপরেই রাজ্যে জাকিয়ে পড়তে চলেছে শীত। শুক্রবার কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় নেমে হয়েছে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘন্টায় আরও ২ ডিগ্রি পর্যন্ত পারদ পতনের পূর্বাভাস পেয়েছে।
ডিসেম্বর মাসে ১৫ তারিখের পর রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামার ইঙ্গিত। অর্থাৎ জাঁকিয়ে পড়তে চলেছে শীত। যদিও মাঝেমধ্যেই শীতের পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে ঝঞ্ঝা। আবহাওয়াবিদরা অবশ্যই এক্ষেত্রে আশার আলো দেখাচ্ছেন। তারা বলছেন অন্য কোনো বাধা তৈরি না হলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের স্থায়ী ইনিংস চলবে। পশ্চিমের জেলাগুলিতে আগামী তিনদিন থেকে জাকিয়ে শীতের সম্ভাবনা। আগামী তিনদিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
উত্তর-পশ্চিম ভারতের প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা। শুক্রবার বিকেলের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় প্রবেশ করার কথা রয়েছে। রবিবার দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা পরবর্তী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম