।। প্রথম কলকাতা ।।
এই মুহূর্তে ভীষণ অনিশ্চিত হয়ে উঠেছে বাংলা বিনোদন জগতে সম্প্রচারিত ধারাবাহিকগুলি। কারণ প্রতি মাসেই আসছে একের পর এক নতুন ধারাবাহিক। আর সেই গুলিকে জায়গা দিতেই শেষ হয়ে যাচ্ছে একাধিক নতুন এবং পুরনো ধারাবাহিক। পুরনো বা নতুন ধারাবাহিক হোক না কেন একটি ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ করে জনগণ। জনগণের পছন্দ অপছন্দের উপর তৈরি করা হয় টিআরপি তালিকা। আর তালিকায় কম নম্বর পেলেই অচিরে বন্ধ করে দেওয়া হয়। বর্তমান টেলিভিশন জগতে এসেছে এক বিরাট পরিবর্তন। বাংলা বিনোদনের চ্যানেল গুলিতে কোন ধারাবাহিককে টিকে থাকতে গেলে যে জিনিসটি থাকা অত্যন্ত প্রয়োজন সেটি হল টিআরপি। টিআরপি না থাকলে কোন ধারাবাহিক খুব বেশি দিন চ্যানেলের থাকতে পারে না।
এইবার টিআরপি না থাকায় গাঁটছড়ার আগেই শেষ হয়ে যাচ্ছে আর এক জনপ্রিয় ধারাবাহিক। সম্প্রতি জি বাংলা এবং স্টার জলসার এমন অনেক ধারাবাহিক রয়েছে যার গল্প খুব ভালো হলেও মানুষের পছন্দ হচ্ছে না এবং সেগুলিকে বন্ধ করে দিতে হচ্ছে। একে অপরকে টেক্কা দিতে গিয়ে টি আর পি তালিকায় যারা প্রথম দিকে রয়েছেন তারাই একমাত্র টিকে থাকছেন বাদবাকি সবাইকে বাতিল করে দেওয়া হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছেন দর্শক মহল। এখন দর্শকদের কাছে অপশন এর অভাব নেই। বিনোদনের চ্যানেলের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, তার পাশাপাশি সেই চ্যানেলগুলিতে সম্প্রচারিত হচ্ছে একাধিক ধারাবাহিক। ফলে কোনটা ছেড়ে কোনটা দেখবেন সেই নিয়েই কনফিউজড দর্শকমহল।
তাই একটু টিআরপি কমলেই নতুন পুরনো নির্বিশেষে সেই ধারাবাহিক বন্ধ করে দিচ্ছে চ্যানেল। নভেম্বরে শেষ হওয়ার কথা ছিল এক সময়ের জনপ্রিয় চ্যানেল টপার গাঁটছড়া ধারাবাহিকটির। কিন্তু সম্প্রতি শোনা গেল টিআরপি কম থাকায় গাঁটছড়ার আগেই শেষ হয়ে একটি জনপ্রিয় ধারাবাহিক। আকাশ আটের একটি জনপ্রিয় ধারাবাহিক হলো মিষ্টু। কিছু দিনের মধ্যেই ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল দর্শক মহলে। কিন্তু এইবার শেষ হয়ে যাচ্ছে এই মেগা। মাত্র ছয় মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। ২৩ এপ্রিল শুরু হয়েছিল এই মেগা আর অক্টোবরে শেষ শুটিং হওয়ার কথা এই ধারাবাহিকের।
আবার অনেক সময় পুরনো হোক বা নতুন ধারাবাহিক গুলিকে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার ফলে চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ তৈরি হচ্ছে প্রোডাকশন হাউসের। শুধু তাই নয় ধারাবাহিক গুলি এইভাবে হঠাৎ করে করে বন্ধ হয়ে যাওয়ার ফলে কলাকুশলীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। গত ২৩ মিষ্টু ধারাবাহিকটি শুরু হয়েছিল। আর অক্টোবর মাসেই বন্ধ করে দেওয়া হচ্ছে ধারাবাহিকটি। শুধুমাত্র টিআরপির অভাবেই ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হবে বলে জানাগেছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম