।। প্রথম কলকাতা ।।
একগুচ্ছ সুবিধা নিয়ে এসেছে Android 13 আপডেট। এতদিন বিমানে উঠলে বাধ্যতামূলক ভাবে অন করতে হত এয়ারপ্লেন মোড বা ফ্লাইট মোড। যা সক্রিয় হলেই নিষ্ক্রিয় হয়ে যেত সেলুলার নেটওয়ার্ক এবং ওয়াইফাই উভয়ই। তবে Android 11 আসার ফলে কিছুটা স্বস্তি মেলে। কারণ এই ভার্সনে ব্লুটুথ অন রাখার সুবিধা ছিল। যার ফলে ফ্লাইট মোড অন থাকলেও স্মার্টওয়াচ এবং ব্লুটুথ ইয়ারফোন/হেডফোন ব্যবহার করতে পারতেন যাত্রীরা।
তবে সময়ের সাথে প্রযুক্তি বদলাচ্ছে দ্রুত। আরও এক ধাপ এগিয়ে Android 13 নিয়ে এল নতুন বৈশিষ্ট্য। ফ্লাইট মোড অন থাকলেও চালু করা যাবে ওয়াইফাই। যদিও বর্তমানে খুব বেশি স্মার্টফোনে এই আপডেট রোলআউট হয়নি। তবুও এই বৈশিষ্ট্যর ফলে অনেকটা সুবিধা হবে যাত্রীদের।
জানা গিয়েছে, এই বৈশিষ্ট্য প্রথম উপলব্ধ হয়েছে Google Pixel স্মার্টফোনে। কারণ সর্বপ্রথম Pixel ফোনেই Android 13 আপডেট আনে গুগল। এটি ছাড়াও Samsung Galaxy, OnePlus সহ কয়েকটি সংস্থার স্মার্টফোনে এই সফটওয়্যার রোল আউট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন : মদ খেলে স্টার্ট হবে না বাইক! বিশেষ প্রযুক্তির হেলমেট তৈরি করল ছাত্ররা
বিমান যাত্রায় ফ্লাইট মোডে কীভাবে অন করবেন ওয়াইফাই?
• এর জন্য প্রথম ফোনের সেটিংসে যেতে হবে
• তারপর Network & Internet অপশনে ক্লিক করতে হবে
• এখানে Airplane Mode অন করে নিতে হবে
• তারপর পুনরায় Network & Internet অপশনে গিয়ে WiFi অন করে নিলেই হবে।
এই সফটওয়্যারের সবচেয়ে বড় সুবিধা হল, এটি ডিফল্ট অপশন হিসাবে কাল করবে। অর্থাৎ আপনাকে বারবার এই কাজ করতে হবে না। বিমানে উঠে ফ্লাইট মোড অন করলেই স্বয়ংক্রিয় ভাবে চালু হয়ে যাবে ওয়াইফাই।
আরও পড়ুন : মাঝ আকাশে ৫জি নেটওয়ার্ক! Airplane Mode-কে বিদায় জানাতে চলেছে ইউরোপিয়ান ইউনিয়ন
যেহেতু গুগলের এই আপডেট এখনও সর্বস্তরে পৌঁছোয়নি তাই এর বিশদ বৈশিষ্ট্য সম্পর্কে এখনও অনেকে ওয়াকিবহাল হতে পারেনি। যদিও শীঘ্রই একে একে বিভিন্ন স্মার্টফোনে Android 13 আপডেট পাবে বলে জানিয়েছে গুগল।
অন্যদিকে, সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে বিমানে উঠে ফ্লাইট মোড আর বাধ্যতামূলক থাকবে না। মাঝ আকাশেই পাওয়া যাবে উচ্চ গতি ৫জি পরিষেবা। ইউরোপিয়ান ইউনিয়নের অধীনে থাকা সমস্ত এয়ারলাইন সংস্থা এই বিষয়ে অবগত করেছে তারা। জানা গেছে, ২০২৩ সালের ৩০ জুনের মধ্যে এই পরিষেবা চালু করার নির্দেশিকা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন।