।। প্রথম কলকাতা ।।
Weather Update Today: প্রবল ঝড়ে লণ্ডভণ্ড হবে। কিছুক্ষণেই বৃষ্টি আসছে কলকাতায়? বড় আপডেট দিল হাওয়া অফিস। এক ধাক্কায় কমবে তাপমাত্রা। গরম থেকে রেহাই দিতে এবার ভোগাবে বৃষ্টি? কতদিন বৃষ্টি চলবে বাংলায়? গরমের তান্ডব কি শেষ হতে চলেছে? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর ?
রবিবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি শুরু হতে পারে। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে কখনও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৬ মে থেকে ৮ মে পর্যন্ত উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি। ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।
এর ফলে উত্তাল হতে পারে সমুদ্র। ঢেউয়ের উচ্চতা হতে পারে ০.৫ মিটার থেকে ১.২ মিটার পর্যন্ত।
সোমবারও কালবৈশাখীর সতর্কতা দক্ষিণবঙ্গের ৮ জেলায়। বৃষ্টিপাত আরও বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টিতে ভাসতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সতর্কতা
রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতে। কলকাতা সহ বাকি জেলাতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। বুধবার সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে।
কতদিন বৃষ্টি চলবে কলকাতায়?
আপাতত আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত কলকাতায় বৃষ্টি হবে। রোজই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেইসময় গরমও কিছুটা কমবে। এতদিন যে তাপপ্রবাহ চলছিল, সেটা চলবে না। আজ কিছুটা অস্বস্তিকর গরম থাকবে। কিন্তু সোমবার থেকে অনেক স্বস্তি মিলবে।
গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গে টানা তাপপ্রবাহ চলেছে। কলকাতা-সহ প্রায় সর্বত্র তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি ছিল। কলাইকুন্ডায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৪৫ ডিগ্রির গণ্ডিও। গরমে হাঁসফাঁস পরিস্থিতিতে অবশেষে স্বস্তির বার্তা নিয়ে এসেছে আলিপুর। আগামী সপ্তাহে ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমবে বলে জানিয়েছে তারা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম