।। প্রথম কলকাতা ।।
Expensive House: ছোট্ট একটা গ্রাম। মায়াবী প্রাকৃতিক পরিবেশে মোড়া যেন এক স্বর্গরাজ্য। এখানেই রয়েছে বিশ্বের অন্যতম দামি বাড়ি। আর সেই বাড়ির মালিক একজন ভারতীয়। বাড়িটির জানালা খুললেই দেখা যাবে অসাধারণ মঁ ব্লাঁ এর শৃঙ্গ। আল্পসের কোলে ৪.৩ লক্ষ বর্গফুটের এই বাড়িটার দাম জানেন কত? বাড়িটি সাজানো হয়েছে বিশ্বের দামি দামি আসবাব দিয়ে। যে গ্রামে বাড়িটি রয়েছে সেটি জেনেভা থেকে মাত্র ১৫ মিনিট দূরে। ধুমায়িত চায়ের পেয়ালা নিয়ে জানালার কাছে দাঁড়ালে মনে হবে এটাই বাস্তবের স্বর্গ। এমন বাড়ির স্বপ্ন কার না থাকে বলুন। আর সেই স্বপ্ন পূরণ করেছেন একজন ভারতীয়। সুইজারল্যান্ডের থাকা বিশ্বের অন্যতম দামি বাড়িটা কিনে নিয়েছেন পঙ্কজ ওসওয়াল।
সদ্য প্রবাসী ভারতীয় কোটিপতি পঙ্কজ ওসওয়াল এবং তার স্ত্রী রাধিকা রাজপ্রাসাদ সম এই সুন্দর বাড়ির মালিক। তাদের নতুন বাড়ির ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন সুইস গ্রাম জিনজিনকে। বাড়িটিতে আগে থাকতেন গ্রিক জাহাজ সংস্থার মালিক অ্যারিস্টটল ওনাসিসের মেয়ে ক্রিস্টিনা ওনাসিস। তিনি বাড়িটি বিক্রি করে দেওয়ার পর তা কিনে নেন পঙ্কজ ওসওয়াল। যদিও সুইজারল্যান্ডের এই একটা বাড়ি নয়। কোটিপতি ব্যবসায়ী অভয় কুমার ওসওয়ালের ছেলে পঙ্কজের গোটা বিশ্বজুড়ে এরকম বেশ কয়েকটা বাড়ি রয়েছে। তবে তার মধ্যে অত্যন্ত স্পেশাল সুইজারল্যান্ডের এই ভিলা।
পঙ্কজ প্রথমে দেশ ছেড়ে বসবাস করতে শুরু করেন অস্ট্রেলিয়ায়। সেখানেও নিজের প্রাসাদ তাজমহল তৈরি করেছেন, তবে কর ফাঁকি দেওয়ার অভিযোগে দশ বছর আগে পাড়ি দিতে হয় সুইজারল্যান্ডে। দেশ বিদেশে বুনেছেন ব্যবসায়িক সাম্রাজ্যের জাল। টাকার অভাব নেই। বিশ্বজুড়ে দামি দামি বাড়ি ছাড়া ওসয়াল পরিবারের কাছে রয়েছে স্পোর্টস কার ল্যাম্বরগিনি, বেন্টলে, প্রাইভেট জেট সহ একটি জলযান।
বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী, বিশ্বের দামি বাড়িগুলির তালিকায় প্রথম ১০ এর মধ্যে রয়েছে এই বাড়িটি। কিনতে খরচ পড়েছে প্রায় ১,৬৪৯ কোটি টাকা। বাড়িটির অন্দরসজ্জা তাক লাগিয়ে দেওয়ার মতো। দামি দামি আসবাবপত্রসহ বাড়ির একাধিক জায়গায় রয়েছে সুন্দর ফোয়ারা। এছাড়াও রয়েছে সূক্ষ্ম তারের কারুকার্য। অনেকটা দেখতে গয়নার মতো। আর হবেই না কেন বলুন। পঙ্কজের সম্পত্তির পরিমাণও কি কম। ‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন বলছে, এই দম্পতির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩০০ কোটি ডলারেরও বেশি। ২০১৬ সালে বাবা অভয় কুমার ওসওয়ালের মৃত্যুর পর ওসওয়াল অ্যাগ্রো মিলস এবং ওসওয়াল গ্রিনটেকের মালিকানা পান পঙ্কজ। তারপর ধীরে ধীরে নিজের ব্যবসার পরিধি বাড়াতে থাকেন। এখন রিয়েল এস্টেট, পেট্রোকেমিক্যাল, সার থেকে খনি শিল্প, বহু জায়গাতেই তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। শুধু ভারত নয়, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সুইজারল্যান্ড সহ বিশ্বের বহু দেশেই রয়েছে ব্যবসায়িক আধিপত্য।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম