।।প্রথম কলকাতা।।
Amit Shah: ১টা বেজে ৫৪ মিনিটে ধর্মতলায় বিজেপির সভামঞ্চে উঠলেন তিনি, যখন নামলেন ঘড়ির কাঁটায় তখন সময় ২টো বেজে ২৯ মিনিট। মাত্র ২৯ মিনিটের ব্যবধান। নিজের বক্তৃতা শেষ করেন অমিত শাহ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির এই সভা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল। এই আবহে বিভিন্ন ইস্যুতে রাজ্যের শাসক দলকে আক্রমণ শানাতে দেখা যায় অমিত শাহকে। লোকসভা ভোটের দামামা বাজিয়ে ধর্মতলায় হল বিজেপির সমাবেশ। দুপুর ১টা ৬ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামে অমিত শাহর বিশেষ বিমান। সেখান থেকে বায়ুসেনার হেলিপ্টারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসেন রেস কোর্সে। তারপর গাড়িতে করে পৌঁছান ধর্মতলার সভাস্থলে।
অমিত শাহের ভাষণে উঠে এল মোদীর নেতৃত্বে দেশের একের পর এক সাফল্যের কথা। অমিত শাহের মন্তব্যে উঠে আসে করোনা ভ্যাকসিন থেকে শুরু করে চন্দ্রযান ৩-এর সাফল্য। এছাড়াও এদিন অমিত শাহ বলেন, ২০২৬ সালে যদি রাজ্যে বিজেপি সরকার চান সেক্ষেত্রে তার আধার হতে পারে লোকসভা। দিল্লিতে দিল্লিতে গিয়ে রাজ্যের শাসক দল ‘বকেয়া আদায়ে’ আন্দোলন করেছিল। সেই প্রসঙ্গ টেনেই এদিন হিসাব খাতা খোলেন অমিত শাহ। শুধু তাই নয় , বাংলার উন্নয়নের জন্য কেন্দ্র যে টাকা বরাদ্দ করেছে, তার বিস্তারিত খতিয়ান এদিন দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এও বলেন, আজ বাংলার ১৮ লোকসভা আসন, ৭৭ বিধানসভা আসন বিজেপিকে দিয়ে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে এখানে পরের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার হবে।
উল্লেখ্য, ২৪ এর লোকসভা নির্বাচনের আগে নয়া কৌশল অবলম্বন করল বিজেপি। সভামঞ্চে রাখা হয়েছে ১০টি ড্রপবক্স। কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের অভিযোগ পত্র জমা দেওয়ার জন্য সভামঞ্চে রাখা হচ্ছে এই ড্রপবক্সগুলি । সেগুলির নাম দেওয়া হয়েছে ‘বঞ্চনা ভাণ্ডার’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম