।। প্রথম কলকাতা ।।
Rupam Islam: বিখ্যাত বাঙালি গায়ক, সুরকার, গীতিকার ও লেখক তিনি। জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘ফসিলস’-এর (Fossils) প্রধান কণ্ঠশিল্পী। এছাড়া বহু বাংলা ছবিতে সঙ্গীত পরিচালক এবং গীতিকার হিসেবে কাজ করেছেন। দুটো হিন্দি ছবি এবং একটি তেলুগু ছবিতে গান গেয়েছেন। পুরনো ও নতুন প্রজন্মকে এক সুরে বাঁধেন তিনি। বাংলায় রক ব্যান্ডের জনপ্রিয়তা মানেই রূপম ইসলাম (Rupam Islam)। ১৯৭৪-এর আজকের দিনে জন্ম হয় তাঁর।
গান গাইতে হয় বলেই শুধু গান করেন এমনটা নয়, সেই গানের মধ্য দিয়ে অন্তরের ভালোবাসা, প্রতিবাদের ডাক দেন তিনি। তাঁর গানে আন্দোলনের সুর ফুটে উঠেছে কখনও সখনও। দেশে যখন উত্তাল পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, তখন প্রতিবাদী সুরে গান বেঁধেছেন রূপম। ১৯৯৮-এ রক ব্যান্ড ‘ফসিলস’-এর যাত্রা শুরু। রক গানকে সেই সময় শ্রোতারা ঠিক গ্রহণ করছিল না। আর ওই সময়েই রক মিউজিককে আগামী প্রজন্মের গান মনে করে এগিয়ে আসেন তিনি। মাত্র ছয়-সাত বছর বয়সে অন্নদাশঙ্কর রায়ের একটি ছড়ায় প্রথমবার সুর সংযোজনা করেন। পরবর্তীতে সে গান বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে গাইতে শুরু করেন। শুধু তাই নয়, আট বছর বয়স থেকে আকাশবাণী ও দূরদর্শনে নিয়মিত অনুষ্ঠান করতে থাকেন। ‘ফসিলস’-এর আগে টাকি বয়েজ স্কুলে শিক্ষকতা করেন। তবে তার পাশাপাশি সঙ্গীতচর্চা তাঁর জারি ছিল। ‘ফসিলস’ তৈরির আগে ‘রিদিম’, ‘হরিদাসের ডানা’, ‘দূরের গাংচিল’ ব্যান্ডগুলির সঙ্গে যুক্ত থেকেছেন। তবে সেই ব্যান্ডগুলি চিরস্থায়ী হতে পারেনি।
১৯৯৮-এ তাঁর প্রথম সোলো অ্যালবাম ‘তোর ভরসাতে’ এইচএমভি থেকে প্রকাশিত হয়। কিন্তু বাণিজ্যিকভাবে তা অসফলই থেকে যায়। পরে ২০০৩-এ সেই অ্যালবাম ‘নীল রং ছিল ভীষণ প্রিয়’ নামে পুনঃপ্রকাশিত হয় এবং জনপ্রিয়তা লাভ করে। ‘মহানগর অ্যাট কলকাতা’ ছবিতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রূপম। তাঁর ‘একলা ঘর’ গানটি সাড়া ফেলেছিল চারিদিকে। এছাড়া ‘আরো একবার চলো ফিরে যাই,’ এই গান তাঁর গলায় শোনা মাত্রই সকলেরই একবার না একবার পুরনো জীবনে ফিরে যেতে ইচ্ছে করে। গানের লিরিক্স ঠিক সেভাবেই লিখেছেন রূপম। পরিচালক সৃজিত মুখার্জির ‘বাইশে শ্রাবণ’-এর ‘এই শ্রাবণ’ গানটিও তাঁর। জন্মদিনের শুভেচ্ছা এই প্রতিভাবান শিল্পীকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম