।। প্রথম কলকাতা।।
Valentine’s Day 2023: ভালোবাসার আবার কোন নির্দিষ্ট দিন হয় নাকি ? এই প্রশ্ন হয়তো অনেকের মনে উঁকি মারতে পারে। সত্যিই ভালোবাসার জন্য বছরে মাত্র একটা দিন কখনই ধার্য হতে পারে না। আবার অনেকে মনে করেন, না হয় বছরে একটা স্পেশাল দিন রইল ভালোবাসার মানুষের জন্য। তাতেও তো খুব একটা সমস্যা নেই। কিন্তু এইসবের মাঝে নিজেদের বড্ড ‘আউট অফ স্পেস’ (Out Of Space) মনে করেন বেশ কিছু মানুষ। হয়তো চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে (Valentine’s Day) কাটানোর জন্য তাদের কাছে নির্দিষ্ট কোন মানুষ নেই। অথবা হতে পারে তিনি একা থাকতেই বেশ ভালোবাসেন। তাহলে কি ভ্যালেন্টাইন্স ডে তাদের জন্য নয়?
এমনটা একেবারেই না। বিশ্বজুড়ে ১৪ ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস হিসেবে উদযাপন করা হয়। ইতিমধ্যে আগামীকালের জন্য এই প্রস্তুতি সেরে ফেলেছেন প্রায় অধিকাংশ মানুষ, বিশেষ করে যুগলরা। কাছের মানুষকে কী উপহার দেবেন, কীভাবে তাঁর জন্য দিনটি স্পেশাল করে তুলবেন ইত্যাদি। প্রেমিক-প্রেমিকারা ভালোবাসার দিন উদযাপন করবেন বলে সিঙ্গেলরা (Single) দিনটি এড়িয়ে যাবেন তা হতে পারে না। যে কারণেই একা থাকুন না কেন Valentines Day কে নিজের মতো করে উদযাপন করুন। এই দিনটিতে ভালোবাসার মানুষ নেই একথা ভাবার থেকে নিজেকেই নিজের প্রশ্ন করুন ‘উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন’ ? ২৪ ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা বের করুন একেবারে নিজের জন্য।
কীভাবে একা থেকেও কাটাবেন ভ্যালেন্টাইনস ডে ?
Valentines Day-তে সারাদিন নিজের পছন্দের কিছু কাজ করুন। প্রত্যেক মানুষই এমন কিছু জিনিসের, এমন কিছু খাবার অথবা এমন কিছু কাজ থাকে যেগুলি করতে ভীষণ ভালোবাসেন। কিন্তু কর্মব্যস্ততার কারণে বা ইচ্ছে না থাকার কারণে কাজগুলি হয়ে ওঠে না। তাই ১৪ ফেব্রুয়ারিতে নিজেকেই নিজের Valentine বানিয়ে ফেলুন। কী কী করতে পারেন চলুন জানা যাক:
* বন্ধুদের সঙ্গে সময় কাটান: নিজের খুব কাছের বন্ধু অথবা ছোটবেলার বন্ধু (Childhood Friend) যার সাথে খুব একটা দেখা-সাক্ষাৎ হওয়ার সুযোগ হয় না, তাঁর সঙ্গে দেখা করে ফেলুন পারলে দু-একদিনের একটা ছোট্ট ট্রিপ পরিকল্পনা করুন। আর যদি অতিরক্ত লোকজন এড়িয়ে যেতে চান তাহলে বাড়িতে বসেই বন্ধুদের সঙ্গে একটা জমজমাট আড্ডার আসর বানিয়ে ফেলাই যায়।
* শখের কাজটি শুরু করুন: প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু শখ (Hobby) থাকে। সেটা হয়তো সে জানে অথবা জানে না। যদি আপনি নিজের শখ সম্বন্ধে জেনে থাকেন তাহলে সেটা করতে পারেন। অনেকেই ছবি আঁকতে, রান্না করতে, গার্ডেনিং করতে, গান করতে, আবৃতি করতে অথবা অন্য কিছু জিনিস করতে ভালোবাসেন। সেটাই করে ফেলুন। পছন্দের কাজ করলে মনটাও ভালো থাকবে এবং সময়টাও যথেষ্ট ভালোভাবে অতিবাহিত হবে।
* নিজের যত্ন নিন: বর্তমানে মানুষের জীবন অত্যন্ত ব্যস্ত হয়ে গিয়েছে। অফিস মিটিং অথবা ব্যবসা, নিজের কাজ পরিবারকে সামলে নিজের জন্য সময় বের করা দুষ্কর ব্যাপার। তাই ভ্যালেন্টাইন ডের দিনে নিজেকেই নিজে প্যাম্পার (Pamper) করুন।
* পরিবারের সঙ্গে সময় কাটান: জীবনে সবথেকে কাছের মানুষ হলেন পরিবারের সদস্যরা। আপনার ভালো খারাপ সব মুহূর্তে তাদের উপস্থিতি থাকবেই। কিন্তু সেই ভাবে কেউই নিজের পরিবারের সদস্যদের (Family Members) ধন্যবাদ জানাতে পারেন না। তাই অন্যভাবে ব্যক্ত করুন নিজের মনের ভাব। ভ্যালেন্টাইন ডের দিনে এই ভালোবাসার মানুষগুলিকে কিছুটা সময় দিন। সবাই মিলে কোথাও ঘুরতে যান অথবা বাড়িতেই হৈ হুল্লোড় করে রান্নাবান্না করুন। একটা বেশ ভালো ফ্যামিলি ড্রামাও উপভোগ করতে পারেন সবাই মিলে।
* নিজের জন্য উপহার: সাধারণত ভালেন্টাইন ডের দিনে প্রেমিক-প্রেমিকারা একে অপরের জন্য পছন্দের কিছু উপহার কিনে থাকেন। আপনিও এই দিন নিজেকে কিছু উপহার (Self Gift) দিতে পারেন। সেই উপহার হতে পারে আপনার পছন্দের কোন খাবার অথবা আপনার পছন্দের কোন ফুল। এমন কোন পোশাক যেটা ওয়েবসাইটে অথবা শপিংমলে দেখেছিলেন, কোন প্রিয় লেখক এর বই যা পড়লে মন থেকে শান্তি অনুভব করেন আপনি। অর্থাৎ সোজা ভাষায় নিজের জন্য এমন কিছু কিনুন যেটা আপনাকে খুশি করবে।
ভ্যালেন্টাইন্স ডে তে যে শুধুমাত্র প্রেমিক অথবা প্রেমিকার জন্যেই সবকিছু প্ল্যান করে রাখতে হবে এমন লিখিত নিয়ম কোথাও নেই। দিনটি ভালোবাসা দিবস হিসেবে উদযাপিত হয়। সেই ভালোবাসা আপনি নিজের প্রতি দেখাবেন নাকি নিজের পরিবারের প্রতি না নিজের বন্ধুদের প্রতি সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপরেই। তাই ২০২৩ এর ভ্যালেন্টাইন ডে-তে একা থাকলেও দিনটিকে ভালো মুহূর্ত দিয়ে স্মরণীয় করে তুলুন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম