।। প্রথম কলকাতা ।।
Baba Vanga Predictions 2023: আর কিছুদিন পরই ২২’কে বিদায় জানিয়ে ২৩’কে স্বাগত জানাবো আমরা সবাই। ইতিমধ্যেই নতুন বছরকে ঘিরে নতুন করে স্বপ্ন বুনছেন মানুষ। অনেকেই নতুন বছর আসার আগে তা নিয়ে প্ল্যানিং শুরু করে ফেলেছেন। কিন্তু যদি আগাম জানা যায় যে আগামী বছর কী কী হতে পারে, তাহলে পরিকল্পনা আরও ভালোভাবে করা যাবে। জনপ্রিয় বাবা ভাঙ্গার কথা আশা করি সকলেই শুনেছেন। তিনি ছিলেন একজন নামজাদা ভেষজবিদ। বলা হয়, তাঁর ভবিষ্যদ্বাণীর বেশিরভাগটাই নাকি মিলে যায়। ২০২৩-এর জন্য কী বলে গিয়েছেন তিনি? ভালো কিছু কি অপেক্ষা করছে সকলের জন্য? নাকি কোনও প্রাকৃতিক দুর্যোগে শেষ হয়ে যাবে সমস্ত কিছু? ২০২২-এর প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি আমরা। দেখা যাক, ২০২৩ নিয়ে কী ভবিষ্যৎবাণী করে রেখে গেছেন তিনি।
‘নিউজ ১৮ বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী বলছে, ২০২৩-এ কোনও শক্তিশালী দেশ পরমাণু হাতিয়ার ব্যবহার করবে। যার কারণে মারা যাবে বহু মানুষ। তিনি বলে গেছেন-
- আগামী বছর বাচ্চাদের জন্ম হবে ল্যাবে। বাচ্চার লিঙ্গ থেকে গায়ের রং সমস্ত নির্ধারণ করতে পারবে বাবা-মা নিজেরাই। এক কথায় কৃত্রিম প্রজননের আভাস দিয়ে রেখেছেন ভাঙ্গা।
- তিনি বলে গেছেন, ২৩-এ এশিয়া মহাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ হতে পারে। যা ভারতের ওপর প্রভাব ফেলবে।
- তিনি বলেছেন, আগামী বছর কক্ষপথ বদলাবে পৃথিবীর। দেখা দেবে তীব্র জলসংকট। প্রভাব পড়বে বিশ্ব রাজনীতিতে।
- ২৩-এ পৃথিবীতে ভিন্নগ্রহীদের আক্রমণ হবে। তারা নতুন গ্রহণুও পাঠাবে আমাদের গ্রহে, যা ডেকে আনবে বিপদ।
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যা হবে আগামী বছর। এশিয়ার বিভিন্ন অংশে ভূমিকম্প (Earthquake) ও সুনামি (Tsunami) হবে।
- ফসল নষ্ট হবে। খরার প্রকোপ বাড়বে, ভারতের তাপমাত্রা হবে ৫০ ডিগ্রি সেলসিয়াস।
কে বাবা ভাঙ্গা?
বুলগেরিয়ার একজন অন্ধ মহিলা বাবা ভাঙ্গা (Baba Vanga)। ১২ বছর বয়সে নিজের দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। আর অন্ধ হয়ে যাওয়ার পরেই অন্তর্দৃষ্টি পান এই মহিলা। জানা যায়, ভগবান তাঁকে ভবিষ্যৎ দেখার ঐশ্বরিক ক্ষমতা দিয়েছিলেন। তাঁর অনেক ভবিষ্যদ্বাণী সঠিক প্রমাণিত হয়েছে, আবার অনেক ভবিষ্যদ্বাণী প্রমাণিত হয়নি। ১৯৯৬-এর ১১ অগাস্ট মারা গিয়েছেন এই ব্যক্তিত্ব। তিনি ৫০৭৯ সাল পর্যন্ত ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন।
২০২২-এর জন্য কী ভবিষ্যৎবাণী করেছিলেন ভাঙ্গা?
২০২২-এ তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার দুটি মিলে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, একটি ছিল অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যা। আর প্রবল বৃষ্টির জেরে সেখানে বন্যা হয়েছিল। আরেকটি হল, বড় শহরগুলিতে খরা। ব্রিটেন (Britain), ইতালি (Italy) ও পর্তুগাল (Portugal) হিমবাহ ও জল দ্বারা বেষ্টিত হয়েও তীব্র খরার কবলে পড়েছে। এছাড়া তিনি বলেছিলেন, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি ভাইরাস শনাক্ত হবে। করোনার পর যা মহামারীর আকার নেবে। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে বিশ্বে। ফের আরেক প্যানডামিকের মুখোমুখি হবে বিশ্ব। সেই অনুযায়ী ফের নতুন করে চিন, আমেরিকা, জাপান ও কোরিয়ায় শুরু হয়েছে মৃত্যু মিছিল। এখন দেখার, তাঁর করা ২০২৩-এর কোন কোন ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণিত হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম