।। প্রথম কলকাতা ।।
দ্রুত গতিতে ৫জি নেটওয়ার্ক পরিষেবা দিতে শুরু করেছে এয়ারটেল (Airtel)। এখনও পর্যন্ত ভারতের ১৮ টি শহরে পৌঁছে গিয়েছে এয়ারটেল ৫জি প্লাস (Airtel 5G Plus) পরিষেবা। জানা গিয়েছে, সুপারফাস্ট ইন্টারনেট কানেক্টভিটির জন্য নন-স্ট্যান্ডোলোন প্রযুক্তির সাহায্য নিয়েছে এয়ারটেল। যার ফলে সংস্থার দাবি বর্তমানে উপলব্ধ প্রায় সমস্ত ৫জি স্মার্টফোনেই এই নেটওয়ার্ক পাওয়া যাবে। বর্তমানে উপলব্ধ ৪জি কোর-এও সাপোর্ট করবে এই নেটওয়ার্ক।
কোন কোন শহরে চালু হয়েছে এয়ারটেল ৫জি?
দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, শিলিগুড়ি, নাগপুর, বারাণসী, পানিপত, গুরুগ্রাম, গুয়াহাটি, পাটনা, লখনউ, শিমলা, ইম্ফল, আহমেদাবাদ, ভাইজাগ এবং বিশাখাপত্তনম এই শহরগুলিতে বর্তমানে উপলব্ধ এয়ারটেল ৫জি প্লাস নেটওয়ার্ক।
সংস্থা জানিয়েছে, যে সমস্ত মেট্রো শহর রয়েছে সেগুলিতে এই বছরের মধ্যে ৫জি নেটওয়ার্ক স্থাপন করা হবে। বাকি সমস্ত শহরগুলিতে পরিষেবা পৌঁছে যাবে ২০২৩ সালের মধ্যে।
আরও পড়ুন : নামমাত্র খরচে লুফে নিন Nokia-র নয়া C31 5G ফোন, এক চার্জে টানা 3 দিন চলবে ব্যাটারি
কোন কোন ডিভাইজে সাপোর্ট করবে এয়ারটেল ৫জি?
অক্টোবর মাসে ৫জি লঞ্চ করার সময় এয়ারটেল গ্রাহকদের আস্বস্ত করেছিল যে সমস্ত ৫জি সক্ষম স্মার্টফোনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এই নেটওয়ার্ক। অন্যদিকে Xiaomi, Samsung, OnePlus, Oppo, Vivo, Realme, Motorola সহ একাধিক মোবাইল প্রস্তুতকারক সংস্থা জিও এবং এয়ারটেল ৫জি উভয় নেটওয়ার্কের জন্য নির্দিষ্ট আপডেট প্রকাশ করেছে। সম্প্রতি Apple ও ১৬.২ আইওএস সফটওয়্যার রোল আউট করেছে যার মাধ্যমে ৫জি সাপোর্ট পাওয়া যাবে। এই সফটওয়্যার আপডেট iPhone 12 সহ লেটেস্ট মডেলগুলিতে প্রকাশ করেছে Apple।
আরও পড়ুন : ভারতীয় আইফোন ইউজারদের জন্য সুখবর! 5G আপডেট দেওয়া শুরু করল Apple
কীভাবে এয়ারটেল ৫জি কানেক্ট করবেন ফোনে?
উপরোক্ত শহরে যদি আপনি থাকেন এবং আপনার স্মার্টফোন যদি ৫জি সক্ষম হয় তাহলে এই নেটওয়ার্ক কানেক্ট করতে পারবেন। এর জন্য প্রথমে ফোনের সেটিংসে গিয়ে নেটওয়ার্ক অপশনে ট্যাপ করতে হবে। তারপর এয়ারটেল সিম সিলেক্ট করে ৫জি নেটওয়ার্ক অপশনে ক্লিক করতে হবে। ৫জি চালু হয়েছে এমন এলাকার মধ্যে আপনি থাকলে দ্রুত এই পরিষেবা শুরু হয়ে যাবে আপনার ফোনে।
এয়ারটেল ৫জি রিচার্জ প্ল্যান
এয়ারটেলের দাবি ৪জি এর তুলনায় ৩০ গুণ উচ্চ গতিতে ইন্টারনেট পরিষেবা দেবে তাদের ৫জি প্লাস। মাত্র কয়েক সেকেন্ডেই ডাউনলোড ও স্ট্রিম করা যাবে HD ভিডিও, সিনেমা ও গেম। কিন্তু এ ক্ষেত্রে অনেকের মনেই কৌতূহল এয়ারটেল ৫জি-এর জন্য কি আলাদা রিচার্জ করতে হবে। এই প্রসঙ্গে এয়ারটেল জানিয়েছে ৫জি এর জন্য আলাদা রিচার্জ করতে হবে। যে কোনও অ্যাক্টিভ ৪জি প্ল্যানেই এই নেটওয়ার্ক ব্যবহার করা যাবে।