।। প্রথম কলকাতা ।।
India-Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও বিজিবির ফের একবার মানবিকমুখ দেখা গেলো ৷ বাংলাদেশের আত্মীয়দের মৃত ভারতীয় ব্যক্তিকে শেষবার দেখার ব্যবস্থা করে দিল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। মঙ্গলবার নদিয়ার বাঁশঘাটা এলাকার ১০৭ নম্বর বিএসএফ ব্যাটালিয়ন এই আন্তরিক উদ্যোগ নেয়। বিএসএফ ও বিজিবি’র যৌথ উদ্যোগে আত্মীয়কে শেষবারের মতো দেখতে পেয়ে ধন্যবাদ জানান ওপর বাংলার মৃতের পরিজনেরা ৷
কর্মকর্তারা জানিয়েছেন, এদিন সীমান্ত গ্রাম বাঁশঘাটার বাসিন্দা মহম্মদ আরশাফ শেখ মারা যান। নিহতের আত্মীয় ময়না শেখ সীমান্তচৌকির কোম্পানি কমান্ডার, ১০৭ ব্যাটালিয়ন, বিএসএফকে জানান, তার ভাই-বোনেরা বাংলাদেশে থাকেন। তিনি বিএসএফকে অনুরোধ করেন যে নিহতের স্বজনরা তাদের মৃত আত্মীয়কে শেষবারের মতো দেখতে চান। তাদের কথা শোনার পর কোম্পানি কমান্ডার মানবিক দিক বিবেচনা করে অবিলম্বে তার প্রতিপক্ষ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।
বিএসএফের অনুরোধে বিজিবিও মানবিক দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে এগিয়ে আসেন। এবং উভয় দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী মানবিক দিকটিকে সর্বাগ্রে রেখে আত্মীয়দের জন্য আন্তর্জাতিক সীমান্তের কাছে জিরো লাইনে মহম্মদ আরশাফ শেখের মৃতদেহ দেখার ব্যবস্থা করে দেন।
বিএসএফ-এর দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য বলেন, সামাজিক ও মানবিক মূল্যবোধের প্রতি বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ ৷ তিনি জোর দিয়েছেন, যে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফ দিনরাত সীমান্তে মোতায়েন রয়েছে ৷ আর সীমান্তরক্ষী বাহিনী জনগণের মানবিক সমস্যায় সর্বদা এগিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ ৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম