।। প্রথম কলকাতা ।।
Shah Rukh-Aamir: বছরের শুরুতে ছবি ব্লকবাস্টার হিট হতেই অনলাইন পেমেন্ট অ্যাপ সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডার নাকি হচ্ছেন তিনি! গেল ২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছে অ্যাকশনে ভরপুর মুভি ‘পাঠান’। আর মুক্তির পরই একের পর এক রেকর্ড ভাঙছে ছবি। সিদ্ধার্থ আনন্দের এই নতুন ছবি দক্ষিণী ছবি ‘কেজিএফ ২’, ‘বাহুবলী’র বক্স অফিস রেকর্ডকে ভেঙে চুরমার করে দিয়েছে। এমনকি অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও বিদেশের মাটিতে ‘আরআরআর’-এর রেকর্ডকে ভেঙে গুড়িয়ে দিয়েছে ‘পাঠান’ (Pathaan)। সবচেয়ে কম সময়ে ৩০০ কোটির গন্ডি ক্রস করেছে এই ছবি। যে সময় গোটা দেশ ‘পাঠান’ ঝরে কাবু, ঠিক সেই সময় সামনে এসেছে আরেকটি খবর। ইন্ডাস্ট্রির অন্দরে কন রাখলে শোনা যাচ্ছে, বিজ্ঞাপনের জন্য আমির খানের (Aamir Khan) জায়গায় শাহরুখকে (Shah Rukh Khan) বেছে নিয়েছে একটি অনলাইন পেমেন্ট অ্যাপ সংস্থা। নতুন বছরে এরকম একটি ছবি সকলকে উপহার দেওয়াই কি এর পেছনের কারণ?
শাহরুখের ‘পাঠান’ দুর্দান্ত সাফল্য পেতেই অনলাইন এই পেমেন্ট অ্যাপ ব্র্যান্ড অ্যাম্বাসডার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। সিনেমা হলে ‘লাল সিং চড্ডা’ ফ্লপ হওয়ায় কি আমির খানকে সরানোর কথা ভেবেছে সংস্থা? ‘এই সময়’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে, বক্স অফিসে ‘লাল সিং চড্ডা’ ভালো ফল না করতে পারায় নিজেকে গুটিয়ে নিয়েছেন অভিনেতা। এই মুহূর্তে কোনোরকম বিজ্ঞাপনের সঙ্গে নিজেকে জড়াতে চাইছেন না। আর তাই তাঁর বদলে ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে শাহরুখের কথা ভাবছে অনলাইন পেমেন্ট অ্যাপ সংস্থাটি। এই নিয়ে বাদশার কাছে প্রস্তাব রেখেছে সংস্থা। কিন্তু এদিকে বেশ কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ শাহরুখ। হুন্ডাই, এলজি, থাম্বসআপ-এর মতো ব্র্যান্ডের মুখ তিনি। তাই নতুন করে কোনও সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হবেন কিনা, সে বিষয়ে এখনও কিছু ভাবেননি।
এদিকে জানা গিয়েছে ‘পাঠান’ বক্স অফিসে হিট করলে দক্ষিণী ইন্ডাস্ট্রির কাছ থেকে কাজের প্রস্তাব পাচ্ছেন কিং খান। সিনেমার স্ক্রিপ্ট নিয়ে বাদশার দরজায় হাজির হচ্ছেন দক্ষিণী পরিচালকরা। সেইসঙ্গে কানাঘুষো শোনা যাচ্ছে, যশ ফিল্মসের তরফে তৈরি হবে ধুম ৪। অ্যাকশন হিরো হিসেবে নিজেকে ইতিমধ্যেই প্রমাণ করে ফেলেছেন শাহরুখ। তাই ‘ধুম ৪’-এর জন্য যশ রাজের কাছে তিনি প্রথম পছন্দ হতে পারে। যদিও এখনও এই বিষয়ে কিছু নিশ্চিত জানা যায়নি। সবটাই শোনা। এখন কেবল পাঠানের মজা নিচ্ছে দর্শকরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম