৷৷ প্রথম কলকাতা ৷৷
Agni-3: ‘অগ্নি ৩’ ব্যালিস্টিক মিশাইল নিয়ে ফেল হয়েছিল ভারত৷ ‘অগ্নি ৫’ থাকতে ‘অগ্নি ৩’ নিয়ে কেন হিটলিস্টে? ইন্ডিয়ান আর্মি গুনে গুনে বলে দিচ্ছে সীমান্তে লঞ্চপ্যাডে জঙ্গি সংখ্যা কত? ‘অগ্নি-৩’ এর পাল্লায় কি গোটা পাকিস্তান চলে আসতে পারে? নভেম্বর মাসটা ভারতের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ৷ ঠিক কেন জানেন? ‘অগ্নি ৩’ নিয়ে শুরু থেকে এতটা আত্মবিশ্বাসী ছিল না ভারত৷ অগ্নি সিরিজ অনেক আগে এগিয়ে গেলেও টেকনিক্যাল ফল্ট ছিলই ‘অগ্নি ৩’তে৷ তাহলে এখন ভারত কোন ঠিক কোন ভিত্তিতে দাবি করছে, অগ্নি-৩ এর পাল্লায় চলে আসবে গোটা পাকিস্তান?
নভেম্বরে দুটো গুরুত্বপূর্ণ মিশাইলের পরীক্ষা করে নিল প্রতিরক্ষা মন্ত্রক৷ ভারতের এই অ্যাক্ট এই পদক্ষেপকে পাকিস্তান ভয় পাচ্ছে কিনা সেটা বোঝা যাবে ধৈর্য ধরলেই বলছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল৷ এএনআই সূত্রে খবর, ভারতের নর্দার্ন কমান্ডের প্রধান দাবি করছেন, সীমান্তের ওপারে লঞ্চপ্যাডে প্রায় ১৬০ জন জঙ্গি বসে আছে৷ ভারত কিভাবে জানতে পারছে এই গোপন তথ্য৷ অগ্নি-৩ এর উত্ক্ষেপন ঠিক এ কারণেই মারাত্মক গুরুত্বপূর্ণ এ পরিস্থিতিতে৷ ‘অগ্নি -২’র সঙ্গে ঠিক কতটা পার্থক্য রয়েছে ‘অগ্নি-৩’ এর?
২০০৬ সালের ৯ জুলাই প্রথমবার পরীক্ষামূলকভাবে ‘অগ্নি-৩’ মিসাইলের উৎক্ষেপণ করা হয়৷ যান্ত্রিক ত্রুটির কারণে ‘অগ্নি-৩’ ওড়িশা উপকূল বরাবর সমুদ্রে পড়ে গিয়েছিল তবুও ভারত হাল ছাড়েনি৷ দেরিতে হলেও সাফল্য মিলল৷ ‘অগ্নি ২’ এর সঙ্গে এই মিশাইলের বেসিক পার্থক্য রেঞ্জে৷ ৩,০০০ – ৫,৫০০ কিলোমিটার রেঞ্জে ছুটে যেতে পারে ‘অগ্নি-৩’৷ অগ্নি-৩ ক্ষেপণাস্ত্র দেড় টন ওজনের পারমাণবিক অস্ত্র বহন করতে পারে৷ সেনাবাহিনী সূত্রের খবর, ১৭ মিটার লম্বা, ২ মিটার ব্যাসের ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৩’৷ পাকিস্তান-চিন এই দুই দেশের তরফ থেকে কোন হামলা হলে ভারতের হিটলিস্টে অবশ্যই থাকছে অগ্নি-৩, মনে করছে প্রতিরক্ষা মহল৷ তবে এরই মাঝে চাঞ্চল্যকর একটা তথ্য উঠে আসছে আর এই তথ্য কিন্তু কার্যত সতর্ক করবেই করবে ইসলামাবাদ ও বেজিংকে৷
রাতের অন্ধকারেও সফল ভাবে লক্ষ্যভেদে দক্ষতার প্রমাণ দিয়েছে ‘অগ্নি-৩’৷ চিন এবং পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা (নাকি) রয়েছে ‘অগ্নি-৩’-এর পাল্লার আওতায়৷ এক মাসে দু দুটো খতরনাক ক্ষেপনাস্ত্রের পরীক্ষামূলক উত্ক্ষেপন করে ভারত যে ঠিক কোন বার্তাটা দিতে চাইছে সম্ভবত বুঝে গেছে শত্রুদেশ৷ যত এগোবে তারা ততটাই পিছিয়ে যেতে হবে এবার৷ ভারতের নর্দান কমান্ডার জঙ্গিদের ওত পেতে থাকার যে বিস্ফোরক দাবিটা করেছে, আর ঠিক তারপরই অগ্নি-৩ এর পরীক্ষামূলক উত্ক্ষেপন, এর আগেও ভারত অগ্নি-৩ এর পরীক্ষা করেছে তাহলে এখন আবার কেন? অঙ্কটা মিলে যাচ্ছে কোথাও?
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম