।। প্রথম কলকাতা ।।
France Riots: ফিফার ফাইনাল জিতে ৩৬ বছর পর ট্রফি গিয়েছে মেসির ঝুলিতে। পেনাল্টি শুটআউট পর্যন্ত যাওয়া এই ম্যাচ আর্জেন্টিনা (Argentina) ৪-২ গোলে জিতেছে। এদিকে ফাইনালে হারের পর ফ্রান্সের সমর্থকরা মেজাজ হারিয়ে ফেলেছেন। দেশের বিভিন্ন স্থানে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছে। ‘আজ তকে’ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নীল-সাদা দলের কাছে হারের পর প্যারিসে ভয়াবহ সহিংসতা দেখা যায়। ভক্তরা যানবাহন ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নামতে হয় পুলিশকে, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন তাঁরা।
ফিফা বিশ্বকাপের ফাইনালে (FIFA World Cup Final) ফ্রান্সের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল। বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল দেখা হচ্ছিল সেখানে। ম্যাচের পরিবেশ যেমন উত্তপ্ত হয়ে উঠছিল, তেমনই ভক্তদের হৃদস্পন্দনও বাড়ছিল। কিন্তু পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে (France) হারের মুখে পড়তে দেখেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিভিন্ন শহর থেকে গোলমালের খবর শোনা যেতে থাকে। প্যারিস ছাড়াও Lyon-এও পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। এখানেও ভক্তরা গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে।
ফ্রান্সের বিভিন্ন শহর থেকে কিছু ভিডিও এবং ছবি সামনে এসেছে। যেখানে লোকজনকে গাড়ি ভাঙচুর করতে ও তাতে আগুন লাগাতে দেখা গিয়েছে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়। কিন্তু লাখ লাখ ভক্ত রাস্তায় ছিল, আর ফাইনালে হারের পরই তাঁরা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল ম্যাচ। ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়েছে মেসির দল। ম্যাচে নির্ধারিত সময় শেষের পর স্কোর ছিল ৩-৩। ফ্রান্সের হয়ে ম্যাচে হ্যাটট্রিক করেন এমবাপে এবং লিওনেল মেসি দুটি গোল করেন। অবশেষে শেষ হাসি হাসেন মেসিরাই। বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম