।। প্রথম কলকাতা ।।
১৫ ফেব্রুয়ারি বুধবার আপডেট করা আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবিচন্দ্রন অশ্বিন। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট শেষ হওয়ার পর অশ্বিন চার নম্বর স্থান থেকে দুই ধাপ উপরে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের পরেই রয়েছেন। অশ্বিনের রেটিং পয়েন্ট ৮৪৬। যা প্যাট কামিন্সের চেয়ে ২১ পয়েন্ট কম। অজি অধিনায়ক বেশ কিছুদিন ধরে শীর্ষ র্যাঙ্কিং টেস্ট বোলার।
রবিচন্দ্রন অশ্বিন নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট সহ ৮ উইকেট নিয়েছিলেন। অশ্বিনের দাপটেই ভারত সফরকারী অস্ট্রেলিয়ানদের ৩ দিনের মধ্যে এক ইনিংস এবং ১৩২ রানের বড় ব্যবধানে পরাজিত করে। অশ্বিন এখন বোলিং এবং অলরাউন্ডার উভয় র্যাঙ্কিংয়ে ২ নম্বর ক্রিকেটার। বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও কয়েকটি ভাল পারফরম্যান্স ২০১৭ সালের পর প্রথমবারের মতো বোলারদের তালিকায় শীর্ষে উঠে আসবেন অশ্বিন।
এদিকে রবীন্দ্র জাদেজা নাগপুরে তার প্রত্যাবর্তন টেস্টে ৫ উইকেট নিয়ে চমক দিয়েছিলেন। সর্বশেষ আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে ৪ ধাপ উপরে ১৬ নম্বরে উঠে এসেছেন৷ ভারতের আর এক বোলার তালিকায় প্রথম দশে রয়েছেন। ৮০৩ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন জাসপ্রীত বুমরাহ।