।। প্রথম কলকাতা ।।
টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটের তিন ফর্ম্যাটেই এখন এক নম্বর দল ভারত। ইতিমধ্যেই ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে শীর্ষস্থানে ছিল কিন্তু ১১ ফেব্রুয়ারি নাগপুরে ইনিংস এবং ১৩২ রানের জয়ের পর টেস্ট ক্রিকেটে র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে মেইন ইন ব্লু। ২০২০-২১ মরসুমে টেস্ট ক্রিকেটে একটি প্রভাবশালী শক্তি ছিল ভারত। কিন্তু ২০২২ সালে একদমই ভালো কাটেনি তাদের। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকায় টেসের সিরিজ হেরেছিল ভারত। বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে পুনঃনির্ধারিত টেস্ট ম্যাচেও হারতে হয় তাদের।
বছরের শুরুতে নিউজিল্যান্ডকে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করার পর ভারত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এক নম্বর স্থান দখল করে। অস্ট্রেলিয়াকে ৩-১ বা তার বেশি ব্যবধানে হারালে ভারতের কাছে এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি ওঠার সুযোগ রয়েছে।
আইসিসি র্যাঙ্কিংয়ে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে পিছনে ফেলেছে শীর্ষে ভারত। ১১১ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া নেমে গেছে দুই নম্বরে। ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ড তৃতীয় এবং বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী নিউজিল্যান্ড ১০০ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছে।