।। প্রথম কলকাতা ।।
Cheetah: ভারত থেকে বিলুপ্তির সত্তর বছর পর, মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে (Kuno National Park) একটি চিতাকে বনে বিচরণ করতে দেখা গেছে। একজন বন কর্মকর্তা ওবানের ছবিটি ক্যামেরাবন্দি করেন। ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে আনা দুই চিতাকে সাত মাস পর ১১ মার্চ ২০২৩ সালে কুনো ন্যাশনাল পার্কে ছেড়ে দেওয়া হয়। চিতা দুটির নাম রাখা হয় ওবান (পুরুষ) এবং আশা (মহিলা)। দুটি পর্যায়ে মোট ২০টি চিতা ভারতে এসেছে। নামিবিয়া থেকে আটটি চিতার প্রথম ব্যাচ ২০২২ সালের সেপ্টেম্বরে এবং দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা ফেব্রুয়ারিতে আনা হয়।
ওবানের ছবি তুলেছেন একজন বন কর্মকর্তা যিনি চিতাদের পর্যবেক্ষণকারী দলের অংশ। কুনো ন্যাশনাল পার্কের ডিএফও প্রকাশ কুমার ভার্মা বলেন, ওবান এবং আশা খোলা বনে মিলেমিশে ঘুরে বেড়াচ্ছে। কখনও কখনও দুটি চিতা বিপরীত দিকে ছুটে যায়, অন্য সময়, তারা একসঙ্গে জাতীয় উদ্যানে বসে থাকে। বাকি ছয়টি নামিবিয়ান চিতাকেও শীঘ্রই খোলা বনে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বন কর্মকর্তারা। দক্ষিণ আফ্রিকা থেকে আনা ১২টি চিতার কোয়ারেন্টাইন সময়ও শেষ হয়েছে। শিগগিরই তাদের আরও বড় পরিসরে ছেড়ে দেওয়া হবে।
পাঁচ বছর বয়সী ওবান একটি দ্বিতীয় প্রজন্মের চিতা শাবক। ২০১৮ সালের মার্চ মাসে নামিবিয়ার এরিন্দি প্রাইভেট গেম রিজার্ভে তার জন্মগ্রহণ। গত বছর যখন আশাকে ভারতে আনা হয় তখন তার বয়স ছিল প্রায় ৩.৫ বছর। ইতিমধ্যেই সাশা নামক ৪.৫ বছর বয়সী মহিলা চিতা যে কিডনি সমস্যায় ভুগছিল, ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠছে। প্রকাশ কুমার ভার্মা বলেন, “তার চিকিৎসা এখনও চলছে বলে তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। সে আগের চেয়ে ভালো করছে এবং আমরা আশা করি সে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবে। কিন্তু যতদিন চিকিৎসা চলবে, ততক্ষণ পর্যন্ত তিনি পর্যবেক্ষণে থাকবেন যতক্ষণ না পশুচিকিত্সকরা আমাদের সবুজ সংকেত দেন।”
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম