।। প্রথম কলকাতা ।।
Afran Nisho: ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা তিনি। এক নামে সবাই তাঁকে চেনে। ছোট পর্দায় তাঁর কাজ দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। ২০২৩-এ প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। চরকি ও আলফা আই প্রযোজিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় দেখা যাবে তাঁকে। ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে ফেব্রুয়ারি মাসেই। তবে এবার জানা যাচ্ছে, প্রথম সিনেমার শ্যুটিং শুরুর আগেই দ্বিতীয় ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আফরান নিশো (Afran Nisho)।
ছোট পর্দায় তাঁর কাজ সকলেই দেখেছেন। যেই কারণেই একের পর এক সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন অভিনেতা। পরিচালক সঞ্জয় সমাদ্দারের ‘কালপুরুষ’ নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘প্রথম আলো’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এমনটাই। যদিও ছবিতে নায়িকা কে হবে, তা প্রকাশ্যে আসেনি। চুক্তির কথা ‘প্রথম আলো’কে জানিয়েছেন ছবির প্রযোজক টপি খান। তিনি জানিয়েছেন, সিনেমাতে নিশোর কাজের চুক্তি হয়ে গিয়েছে। এখন চিত্রনাট্য উন্নয়নের কাজ জারি রয়েছে। সেইসঙ্গে ছবির অন্যান্য কলাকুশলী কারা থাকবেন, তা নিয়ে ভাবনা-চিন্তা চলছে।
প্রসঙ্গে নিশো বলেছেন, গল্প পড়ে বেশ ভালোই লেগেছে। গল্প আর ভাবনা নিয়ে আলোচনার পর মনে হয়েছে কাজটি করা যেতে পারে। এছাড়া পরিচালক ও প্রযোজক দু’জনেই চেয়েছেন চুক্তিটি যাতে করে ফেলি। তাই কাজের সঙ্গে যুক্ত হয়েছি। এখনও পুরোপুরি চিত্রনাট্যে গল্প আর ভাবনাটি রূপান্তরিত হয়নি। প্রায় ছয় থেকে সাত মাস হল নাটকে কাজ করছেন না তিনি। সঞ্জয়ের সঙ্গে কাজ কেমন হবে, তা নিয়ে অভিনেতা জানিয়েছেন, আগে ওঁর সঙ্গে ছোট পর্দায় বেশ কিছু কাজ করেছি। ওঁর প্রতি আত্মবিশ্বাস রয়েছে। কলকাতার বড় বাজেটের একটি ছবি পরিচালনা করেছে ওঁ। এর মধ্যে ‘সুড়ঙ্গ’তে আমি কাজ করব। ‘কালপুরুষ’ নিয়ে একটা আলাদা প্রত্যাশা রয়েছে। তবে তাঁর কথায়, প্রথম কাজ, প্রথম কাজ বলে পাগল হতে চান না। কারণ প্রথম কাজ ভালই যে হবে তার কোনও নিশ্চয়তা নেই। সেটা ভালো হতেও পারে, আবার নাও হতে পারে। তাঁর মতে, যদি জীবনের সর্বশেষ কাজটি আমার ভালো হয়, সুন্দর হয়, তাহলেই আমি দর্শকদের মধ্যে বেঁচে থাকব। জানিয়েছেন, ‘সুড়ঙ্গ’-এর শ্যুটিং শেষ করে ‘কাইজার ২’-এর শ্যুটিং শুরু করবেন। ‘কালপুরুষ’ নিয়ে বড় রকমের প্রস্তুতি করতে হবে তাঁকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম