।। প্রথম কলকাতা ।।
Adipurush: ছবির প্রযোজকরা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে শংসাপত্র না নিয়েই প্রকাশ করেছেন সিনেমার প্রোমো, যা নিয়মের বিপরীত। এমনটাই দাবি করা হয়েছে পিটিশনে। এই মর্মে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চের তরফ থেকে সেন্সর বোর্ডের কাছে নোটিস গিয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, ‘আদিপুরুষ’কে (Adipurush) নিয়ে হওয়া জনস্বার্থ মামলার জবাব দিতে হবে পরবর্তী শুনানিতে। শুনানি হবে ২১ ফেব্রুয়ারি।
প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি বিআর সিং-এর ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে কুলদীপ তিওয়ারির করা মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘আদিপুরুষ’ মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত ছবি। লিখেছেন ও পরিচালনা করেছেন ওম রাউত, প্রযোজনায় টি সিরিজ এবং রেট্রোফাইলস। ছবিতে রাঘব চরিত্রে প্রভাস (Prabhas), জানকি চরিত্রে কৃতি শ্যানন (Kriti Sanon) এবং লঙ্কেশ চরিত্রে সইফ আলি খান (Saif Ali Khan) অভিনয় করেছেন।
প্রথম থেকেই ছবি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। কখনও রাবণের চরিত্রে দাড়ি নিয়ে সমালোচনার ঝড় ওঠে, তো কখনও সীতার পোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়। নিম্নমানের ভিএফএক্সের জন্য পরিচালক ওম রাউতকে নানা কথা শুনতে হয়েছে। ১২ জানুয়ারি ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও, নানা বিতর্কের কারণে এই মুক্তির তারিখ পিছিয়ে ১৬ জুন করে দেওয়া হয়। সেই সময় পরিচালক ট্যুইটারে লিখেছিলেন, ‘আদিপুরুষ একটা ছবি নয়, প্রভু শ্রীরামের প্রতি এবং আমাদের সংস্কৃতি ও ইতিহাসের প্রতি আমাদের ভক্তি ও নিষ্ঠার এক টুকরো ঝলক। দর্শকরা যাতে সেরা ভিজ্যুয়াল পায় এবং হলে বসে সমস্তটা চাক্ষুস করতে পারেন তার জন্য আমাদের খানিকটা সময় দরকার এই ছবি নিয়ে’। ভারতীয় চলচ্চিত্রে ব্যয়বহুল ছবিগুলির মধ্যে এই ছবির নাম আসে। এবার মামলা দায়ের হয়েছে ‘আদিপুরুষ’-এর নামে। জবাব দিতে হবে CBFC’কে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম