।। প্রথম কলকাতা ।।
Adipurush: বলিউডে ইতিহাস তৈরি করবে আদিপুরুষ (Adipurush)!হিন্দি সিনেমায় যা আগে হয়নি ।তাই হতে চলেছে। বাহুবলি (Bahubali) খ্যাত প্রভাস এবার কাঁপাতে আসছে বলিউডে। আর কোন কোন চমক থাকছে?দক্ষিণী (South Indian films) ছবিকেও হার মানাবে! ছবিটি করতে প্রভাসের পারিশ্রমিক শুনলে মাথা ঘুরে যাবে আপনার।
রামের চরিত্রে অভিনয় করছেন বাহুবলী-র (Bahubali) অভিনেতা প্রভাস। প্রভাসকে দেখা যাবে রামের ভূমিকায়
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সকলের লুক। এই চরিত্রটি করতেই ১৫০ কোটি নিয়েছেন অভিনেতা। যা বাহুবলীর বাজেটকেও ছাড়িয়ে গিয়েছে।অনেকেই বলছেন এই মুহুর্তে তিনিই হলেন ভারতের সবচেয়ে দামী অভিনেতা।যে ছবির নায়কের পিছনেই খরচ হয়েছে দেড়শো কোটি।সেই ছবির বাজেট নিয়ে আগ্রহী সিনেপ্রেমীরা। এমন কী চমক রয়েছে!
পরিচালক ওম রাউত ভারতীয় মহাকাব্য রামায়ণের (Ramayan) উপর ভিত্তি করে তৈরি করেছেন আদিপুরুষ।অন্যদিকে জানকীর ভূমিকায় দেখা যাবে কৃতি শ্যাননকে।রাবণের ভূমিকায় অভিনয় করছেন সইফ আলি খান।দীর্ঘদিন পর বড় পর্দায় দেখা যাবে তাকে ব্যাপক পরিমাণে CGI এবং VFX-এর ব্যবহার দেখা গিয়েছে টিজারেই! প্রাইম ফোকাস এই ছবিতে দুরন্ত VFX ডিজাইন। ছবির বাজেট ৬০০ কোটি।জানা গিয়েছে এই ছবির একটি দৃশ্যের খরচ হয়েছে ১২ কোটি। শুধু হিন্দি নয় আরও একাধিক ভাষায় মুক্তি পাবে ছবিটি।তেলুগু, তামিল, মালায়লম ও কানাড়া ভাষাতেও মুক্তি পাবে।তাই বিশ্বব্যাপী বক্সঅফিস কালেকশন (Box-office collection) যে মাইলফলক ছুঁতে চলেছে তার ইঙ্গিত পাওয়াই যাচ্ছে।
কৃতি এবং প্রভাসের কেমিস্ট্রি দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেকেই। সম্প্রতি রটেছিল যে এই দুই তারকার মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে।এদিকে সইফকেও বেশ মানিয়েছে। খলনায়কের ভূমিকায় সইফের অভিনয় সত্যিই তারিফযোগ্য বলছেন সিনেপ্রেমীরা। ছবির জন্য বিশেষ দৈহিক গঠনের দরকার ছিল সেজন্য প্রভাস ও সইফ (Saif Ali khan) প্রচণ্ড পরিশ্রম করছেন বলে জানিয়েছেন পরিচালক ওম রাউত।
বড় বাজেটের এই ছবি মুক্তি পাবে চলতি বছরেই
চলতি বছর ১৬ জুনে মুক্তি পাবে ছবিটি।
প্রযোজক ভূষণ কুমার এবং পরিচালক ওম সম্প্রতি বৈষ্ণোদেবী দর্শনে গিয়েছেন ছবির সাফল্যের জন্য আশীর্বাদ চাইতে। এবার এটাই দেখার যে প্রভাসের স্টারডম, সইফ আলি খানের অভিনয় এবং কৃতি শ্যাননের প্রতিভা। এই তিনটির মেলবন্ধনে দক্ষিণী ছবিকে ছাপিয়ে যেতে পারে কিনা!
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম